আরামবাগে বিজেপি নেতাকে মারধর, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আরামবাগের মধুরপুরে তালা ভেঙে ঘরে ঢুকে এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটমনাটি ঘটেছে শনিবার রাতে। অখিল দোকাল নামে প্রহৃত ওই বিজেপি নেতাকে ঘর থেকে টেনে বের করে উঠোনে ফেলে লাথি, কিল-চড়-ঘুঁষি মারা হয় বলে অভিযোগ। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা হয়েছে তাঁর। রবিবার সকালে তিনি স্থানীয় দুই তৃণমূলকর্মী বিভাস মাল এবং শেখ জামালের বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন। ভারতীয় জনতা যুব মোর্চার আরামবাগ গ্রামীণ মণ্ডলের সম্পাদক অখিলবাবু বলেন, “এলাকায় বিজেপি-র সংগঠন বাড়ছে। আমরা সংগঠন মজবুত করতে চাইছি বলেই তৃণমূল এ ভাবে হামলা চালিয়ে তা রুখতে চাইছে।” অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা রাজেশ চৌধুরীর বক্তব্য, “বিজেপি আরামবাগে মাটি পাচ্ছে না। তাই সাধারণ পাড়াগত বিবাদে রাজনীতির রং চড়িয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তরা পলাতক।
গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনীর পুজো
ছবি: প্রকাশ পাল।
ধুমধাম করে পালিত হল বাংলার প্রথম বারোয়ারি গুপ্তিপাড়ার বিন্ধ্যবাসিনীর পুজো। বিন্ধ্যবাসিনীর পাশাপাশি প্রাচীন এই জনপদে আরও অনেক পুজো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে গাইড-ম্যাপ প্রকাশ করা হয়। রবিবার ছিল বিসর্জন। বিকেল থেকেই রীতিমতো শোভাযাত্রা সহকারে গঙ্গায় প্রতিমা ভাসান দেওয়া হয়। সন্ধ্যায় রথের সড়ক মাঠে আয়োজিত হয় আতসবাজি প্রদর্শনী। বিসর্জনের শোভাযাত্রা দেখতে হুগলির পাশাপাশি বর্ধমান এবং নদিয়া থেকেও বহু মানুষ এসেছিলেন। শিয়াখালার পশ্চিম তাজপুর বিবাদি সঙ্ঘের পুজোও ধুমধাম করে পালিত হয়। ছবিতে বিসর্জনের পথে বিন্ধ্যবাসিনী।