টুকরো খবর

রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। সোমবার সকালে হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুণ্ডু এবং মধুসূদনপুর স্টেশনের মধ্যে দেহটি পড়ে ছিল।

Advertisement
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ০০:৫৩
Share:

রেল লাইনে দেহ উদ্ধার

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কামারকুণ্ডু

রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। সোমবার সকালে হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুণ্ডু এবং মধুসূদনপুর স্টেশনের মধ্যে দেহটি পড়ে ছিল। রেল পুলিশের অনুমান, ট্রেনের কামরায় দরজায় দাঁড়িয়ে যাওয়ার সময়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে পড়ে গিয়ে মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির। তাঁর মুখে আঘাতের চিহ্ন এবং যেখানে দেহটি পড়ে ছিল, তার পাশের বিদ্যুতের খুঁটিতে রক্তের দাগ রয়েছে বলে রেল পুলিশ জানিয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

প্রহার মহিলা প্রধানকে, ধৃত

দিন দুয়েক আগে আরামবাগ এলাকার মলয়পুরে একটি পঞ্চায়েতের মহিলা প্রধানকে মারধর এবং তাঁর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে পূর্ব কেশবপুর গ্রাম থেকে কাজি সইফুদ্দিন নামে ওই যুবককে ধরা হয়। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ধৃতকে সোমবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। গত শনিবার গ্রামে একটি পারিবারিক বিবাদের জেরে মারধরের ঘটনা থামাতে গিয়ে নির্দল ওই প্রধান প্রহৃত হন। তৃণমূলের ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। তৃণমূল অবশ্য প্রথম থেকেই ঘটনাটির সঙ্গে দলের কোনও যোগ নেই এবং তা পারিবারিক বলে দাবি করে।

দলবদল

সিপিএম ছেড়ে হাওড়ার পাঁচলার প্রায় পাঁচশো কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। শনিবার পাঁচলায় তৃণমূলের এক কর্মিসভায় শেখ কামালুদ্দিন এবং রশিদ দেওয়ানের নেতৃত্বে সিপিএমের ওই কর্মী-সমর্থকেরা দলবদল করেন। পাঁচলার বিধায়ক তথা তৃণমূল নেতা গুলশন মল্লিক বলেন, “আবেদনের ভিত্তিতে সিপিএমের ওই নেতা-কর্মীদের দলে নেওয়া হয়েছে।” অন্য দিকে, কামালুদ্দিন এবং রশিদ বলেন, ‘‘উন্নয়নে সামিল হতেই আমাদের এই সিদ্ধান্ত।” সিপিএম নেতা নবীন ঘোষ বলেন, “দলীয় কর্মী-সমর্থকদের দলত্যাগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”

বধূহত্যার চেষ্টা

এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে হাওড়ার জয়পুরের থলিয়া গ্রামের বাসিন্দা কাশী রায় নামে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের স্ত্রীকে রবিবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পাড়ার লোকজন জয়পুরের বিবি ধর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। রবিবার সকালে তাঁর বাপেরবাড়ির লোকজন কাশীর বিরুদ্ধে জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন।

চোলাই-সহ ধৃত

রবিবার রাতে আরামবাগের জয়পুর গ্রাম থেকে এক চোলাই বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম নিমাই মালিক। তার কাছ থেকে ৪০ লিটার চোলাই উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।

রাখিবন্ধন উৎসব

আরামবাগের সাহিত্য ও শিল্প পরিষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শনিবার ভ্রাম্যমাণ রাখিবন্ধন উৎসব পালিত হল। রবীন্দ্র ভবন থেকে আরামবাগ শহরের নানা রাস্তায় রাখিবন্ধনে সামিল হন বহু মানুষ। বিকেলে স্থানীয় রামমোহন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement