মনোনয়নে বাধা, নালিশ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
রাজ্যের কলেজগুলির মডেলে এবার উত্তরপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কে বামেদের মনোনয়নপত্র জমা না দিতে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্দিষ্ট ছিল। ১১টি আসনের জন্য সেখানে মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছিলেন সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক মনোনীত প্রার্থীরা। কিন্তু অভিযোগ, সেখানে উত্তরপাড়া পুরসভার অধিকাংশ কাউন্সিলরাই ব্যাঙ্কের দরজা আগলে দাঁড়িয়ে ছিলেন। তার ফলে তাঁরা ভিতরে যাওয়ার সুযোগ পাননি। সিপিএম প্রার্থীদের মধ্যে অনেকেই ছিলেন প্রবীন। তৃণমূলের সম্মিলিত বাধার কাছে তাঁরা প্রতিরোধের রাস্তায় যাননি। প্রসঙ্গত, এতদিন ওই ব্যাঙ্কের পরিচালন কমিটি বামেদের দখলেই ছিল। বেশ কয়েক দশকের পুরোন এই ব্যাঙ্কটির উপর এলাকার বহু মানুষ নির্ভরশীল। মোট তিনটি শাখা রয়েছে ব্যাঙ্কের। গৃহঋণ ছাড়া নানা পরিষেবা সুনামের সঙ্গে এতদিন কর্তৃপক্ষ দিয়ে আসছিলেন। সিপিএমের উত্তরপাড়া জোনাল কমিটির সদস্য, ওই ব্যাঙ্কের বাম কর্মচারী সংগঠনের অন্যতম নেতা শঙ্কর মুখোপাধ্যায় বলেন,“পুরসভার অধিকাংশ কাউন্সিলর ব্যাঙ্কের দরজা আগলে ছিলেন। আমাদের প্রার্থীদের মধ্যে অনেকেই বয়স্ক ছিলেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু প্রশাসনের কোনও সহয়তা পাইনি। গায়ের জোরে ব্যাঙ্কের পরিচালন কমিটির ক্ষমতা দখল করল তৃণমূল।” তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত অবশ্য বলেন,“সাংগঠনিকভাবে বামেরা এখন অত্যন্ত দুর্বল। ৩৬টি আসনের মধ্যে মাত্র ১১টি মনোনয়নপত্র ওঁরা তুলেছিলেন। কাউকে বাধা দেওয়া হয়নি। আমরা ওঁদের হয়ে তো আর প্রার্থী যোগাড় করে দিতে পারব না।”
শ্লীলতাহানির অভিযোগে ধৃত
মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে সোমবার সন্ধ্যায় গোঘাটের সুবীরচক গ্রামের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বাসুদেব সর্দার। বছর পয়ঁতাল্লিশের ওই ব্যক্তিকে মঙ্গলবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।