ডানকুনিতে চালু কর্মতীর্থ কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি
ষ্টেশন লাগোয়া এলাকায় ছ’কাঠা জমির উপর গড়ে ওঠা ডানকুনি কর্মতীর্থ কেন্দ্রের শুভ উদ্বোধন হল শুক্রবার। রিমোট কন্ট্রোলের সাহায্যে ওই কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাঁকুড়া সফরে থাকাকালীন সারা রাজ্যে এ ধরনের ৪১টি কর্মতীর্থ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এ দিন ডানকুনিতে উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না, জেলা পরিষদের সভাধিপতি হাজি মেহবুব রহমান, চণ্ডীতলার বিধায়ক ভগবতী খন্দকার প্রমুখ। জেলা প্রশাসন সূত্রের খবর, ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওই কেন্দ্র থেকে জেলার ছ’টি ব্লক পুড়শুড়া, খানাকুল-১ ও ২, সিঙ্গুর, চণ্ডীতলা ১ ও ২-র স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাঁদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে পারবেন। মন্ত্রী বেচারাম মান্না বলেন, “এতদিন স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য জেলায় কোনও বিপণন কেন্দ্র ছিল না। এই কেন্দ্রটি তৈরি হওয়ায় সেই সব সামগ্রী বিক্রির ক্ষেত্রে আর সমস্যা রইল না।” তিনি জানান, “জেলায় এমন উদ্যোগ এই প্রথম।”
স্কুলে অশালীন আচরণ, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া
স্কুল চলাকালীন স্কুল পালিয়ে একাদশ শ্রেণির দুই ছাত্রছাত্রীর অশালীন কার্যকলাপে লিপ্ত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল পাণ্ডুয়ার এক স্কুলে। শুক্রবার ওই ঘটনায় স্কুলের সুনাম নষ্ট হয়েছে দাবি জানিয়ে স্কুলে হাজির হন প্রাক্তন, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। শেষে ওই দুই ছাত্রছাত্রীকে স্কুল থেকে বহিষ্কার করা হলে তাঁরা শান্ত হন। স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কুল চলাকালীন ওই দুই ছাত্রছাত্রী স্কুল থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে স্কুলের পাশে এক স্বাস্থ্যকেন্দ্রে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের জানায় কয়েকজন ছাত্রছাত্রী। পরদিন খবর চাউর হতেই স্কুলে এসে বিক্ষোভ দেখায়।
ভ্যান উল্টে জখম ১০
নিজস্ব সংবাদদাতা • বলাগড়
মেলা থেকে ফেরার পথে মোটর ভ্যান উল্টে আহত হলেন ১০ জন। তাঁদের মধ্যে দুজন মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে কালনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে গুপ্তিপাড়ার টেংরিপাড়ায়। স্থানীয় সূত্রের খবর, এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাণ্ডুয়ার ইনচুড়ার ঝাপান মেলা থেকে মোটর ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন গুপ্তিপাড়ার ওই বাসিন্দারা। মোটর ভ্যানের গতি বেশি থাকায় রাস্তার বাঁকে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। ভ্যানটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পান সকলেই। খবর পেয়ে এলাকার বাসিন্দারা আহতদের স্থানীয় প্রাথমিক কেন্দ্রে নিয়ে যান। ঘটনার পর থেকে চালক পলাতক।
গোঘাটে ছিনতাই লরির খোঁজ মিলল বর্ধমানে
চোদ্দো দিন পরে গোঘাটের কুলকি থেকে ছিনতাই হওয়া আলু বোঝাই লরিটি বৃহস্পতিবার রাতে বর্ধমানের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার করল পুলিশ। গত সোম ও মঙ্গলবার রাতে বর্ধমানের রূপসরা গ্রাম থেকে দফায় দফায় তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরে লরির হদিস মেলে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের নাম মনিরুল মোল্লা, মইনুদ্দিন মোল্লা এবং শেখ লাল্টু। গত ১৭ জুলাই রাতে গোঘাটের খাটুলের একটি হিমঘর থেকে আলু বোঝাই করে লরিটি মালদহের ইটাহারের উদ্দেশে রওনা হয়েছিল। কুলকির কাছে একটি পিক-আপ ভ্যান লরিটির পথ আটকায়। জনা কয়েক দুষ্কৃতী লরির চালক রামনারায়ণ সাঁই এবং মালিক গৌতম সরকারকে নামিয়ে দিয়ে প্রথমে মারধর করে। তার পরে মোবাইল ফোন কেড়ে নিয়ে চোখ বেঁধে রাস্তা থেকে কিছুটা দূরে মাঠে দাঁড় করিয়ে দিয়ে লরি নিয়ে চম্পট দেয় বলে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টানা পনেরো দিন সংলগ্ন জেলাগুলিতে লরির খোঁজে তল্লাশি চালানো হয়। তিন জনকে গ্রেফতারের পরে খোয়া যাওয়া মোবাইল ফোন দু’টিও উদ্ধার করা হয়। দুষ্কৃতীদের পিক-আপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে ছিনতাই হওয়া লরিটি উদ্ধার হলেও অধিকাংশ আলুর বস্তা লোপাট হয়ে গিয়েছে। মিলেছে মাত্র ৪৫ বস্তা আলু।
গাঁজা-সহ ধৃত
প্রায় চার কেজি গাঁজা-সহ বৃহস্পতিবার রাতে আরামবাগের বলরামপুর বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সুমন ধাড়া। তার বাড়ি আরামবাগের বসন্তপুরে। স্থানীয় সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকে। পুলিশ জানায়, গাঁজা ভর্তি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি তারকেশ্বরে বিভিন্ন লোকের কাছে বিক্রির জন্য যাচ্ছিল। বাজেয়াপ্ত করা গাঁজার দাম প্রায় ৩০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে শুক্রবার চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
কন্যাশ্রীর প্রচার
বাল্যবিবাহ রোধ এবং কন্যাশ্রী প্রকল্প নিয়ে সচেতনতা কর্মসূচিতে নামল আরামবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। লোকশিল্পীদের মাধ্যমে বৃহস্পতিবার থেকে সেই প্রচার শুরু হয়েছে। ওই দিন দুপুরে আরামবাগের রামনগর হাইস্কুলে প্রচার হয়। শুক্রবার হয় কাপসিট হাইস্কুলে। আরামবাগ মহকুমার ছটি ব্লক এবং পুরসভার মোট ১৫টি স্কুলে ২০ অগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে এই প্রচার কর্মসূচি চলবে বলে জানান মহকুমার তথ্য-সংস্কৃতি আধিকারিক দেবাশিস দত্ত।