টুকরো খবর

মিড ডে মিল এবং উন্নয়ন খাতের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগে এক অভিভাবক গ্রেফতার, অন্যদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি বিডিও অফিসে অভিভাবকদের বিক্ষোভে শিকেয় উঠল পঠনপাঠন। খানাকুল ১ ব্লকের সুলুট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

Advertisement
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫১
Share:

প্রধানশিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, পাল্টা হেনস্থার অভিযোগ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

মিড ডে মিল এবং উন্নয়ন খাতের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগে এক অভিভাবক গ্রেফতার, অন্যদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি বিডিও অফিসে অভিভাবকদের বিক্ষোভে শিকেয় উঠল পঠনপাঠন। খানাকুল ১ ব্লকের সুলুট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বিডিও গোবিন্দ হালদার বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের স্বাভাবিক পঠনপাঠন যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে।” স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে কয়েক বার মিটিং হলেও কোনও সুরাহা হয়নি। গত সোমবার ফের মিটিং হয়। কিন্তু সেখানেও মিড ডে মিল এবং উন্নয়ন খাতে খরচের কোনও হিসাব না পাওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে হেনস্থা করা হয় বলে অভিযোগ। ওই রাতেই প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শেখ হায়দার ওরফে খোকন মোল্লা নামে এক অভিভাবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে অভিভাবকদের তরফে বিডিওর কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। অভিভাবকদের অভিযোগ প্রতিবার মিটিঙে প্রধান শিক্ষক বলেন, তিনি হিসাবের প্রয়োজনীয় কাগজপত্র আনতে ভুলে গিয়েছেন। সোমবার তারই প্রতিবাদ করা হয়েছিল। যদিও প্রধান শিক্ষক মানবেন্দ্র দলুই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “কোনও দুর্নীতি হয়নি। যথাসময়ে হিসাব পেশ করা হবে।”

Advertisement

চোলাই বিক্রেতা ধৃত

নিজস্ব সংবাদদাতা • খানাকুল

বুধবার সন্ধ্যায় খানাকুলের চব্বিশপুর গ্রামে হানা দিয়ে এক চোলাই বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। তার কাছে উদ্ধার হয়েছে ৪০ লিটার চোলাই। পুলিশ জানায় ধৃতের নাম নীলু দে। বাড়ি হাওড়ার পাঁচাকুল।

পুড়ে মৃত্যু

বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাতে ডোমজুড়ের বাঁকড়া-মুন্সিডাঙা এলাকার ঘটনা। মৃতের নাম শেখ বাদশা (৪২)। পুলিশ জানায়, তিনি বিভিন্ন দর্জির দোকান থেকে ছাঁট কাপড় এনে বিক্রি করতেন। এ দিনও প্রচুর ছাঁট কাপড় তাঁর ঘরে মজুত ছিল। বাড়িতে বিদ্যুত্‌ না থাকায় রাতে হ্যারিকেন জ্বলত। পুলিশের অনুমান, ঘরে জ্বেলে রাখা হ্যারিকেন থেকে কোনও ভাবে ওই অগ্নিকাণ্ড হয়। পুলিশ জানায়, ওই রাতে শেখ বাদশা একাই ঘরে ছিলেন। তাঁর স্ত্রী ছেলেকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনায় বাপেরবাড়ি গিয়েছিলেন। রাতে তাঁর ঝুপড়ি-ঘর থেকে আগুন দেখে এবং বাদশার চিত্‌কার শুনে স্থানীয়েরা চলে আসেন। কিন্তু তত ক্ষণে পুরো ঝুপড়িটি আগুনের গ্রাসে চলে যায়। স্থানীয়েরাই জল দিয়ে আগুন নিভিয়ে বাদশাকে উদ্ধার করে ডোমজুড় হাসপাতালে নিয়ে যান। চিকিত্‌সকেরা তাঁকে মৃত বলে জানান।

লরির ধাক্কায় মৃত্যু

ইট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে শ্যামপুরের ভগবানপুরে। পুলিশ জানিয়েছে মৃতের নাম শুভজিত্‌ হাইত (১৩)। তার বাড়ি ভগবানপুরেরই পশ্চিমপাড়ায়। সে ভগবানপুর সিদ্ধেশ্বরী হাইস্কুলে পড়ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement