টুকরো খবর

সারদা-কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। অর্থ তছরুপে দোষীদের গ্রেফতার করার দাবিতে রবিবার রিষড়ায় মিছিল এবং সভা করল কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই কর্মসূচি নেওয়া হয়। একই দাবিতে এ দিন পথে নামে ডিওয়াইএফ-ও। রিষড়ার হেস্টিংস চটকলের সামনে থেকে জি টি রোড ধরে চাঁপদানির অ্যাঙ্গাস চটকল পর্যন্ত পদযাত্রা করে তারা। সংগঠনের জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়-সহ অন্য নেতারা এই মিছিলে হাঁটেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা-সহ নানা বিষয়ে সরব হন আন্দোলনকারীরা।

Advertisement
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৯
Share:

সারদা-কাণ্ডে দোষীদের ধরার দাবিতে মিছিল
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

Advertisement

সারদা-কাণ্ডে রাজ্যের শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা। অর্থ তছরুপে দোষীদের গ্রেফতার করার দাবিতে রবিবার রিষড়ায় মিছিল এবং সভা করল কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই কর্মসূচি নেওয়া হয়। একই দাবিতে এ দিন পথে নামে ডিওয়াইএফ-ও। রিষড়ার হেস্টিংস চটকলের সামনে থেকে জি টি রোড ধরে চাঁপদানির অ্যাঙ্গাস চটকল পর্যন্ত পদযাত্রা করে তারা। সংগঠনের জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়-সহ অন্য নেতারা এই মিছিলে হাঁটেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা-সহ নানা বিষয়ে সরব হন আন্দোলনকারীরা। বিরোধীদের আক্রমণ সামলাতে এ দিন কোন্নগরে পাল্টা মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। সারদা-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করা হয় ওই মিছিল থেকে। সংগঠনের সভানেত্রী করবী মান্না এ দিন বলেন, “আমাদের বিরুদ্ধে বিরোধী দলগুলি কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে। এক শ্রেণির সংবাদমাধ্যমও তাতে সামিল হয়েছে। তা নিয়ে মানুষকে অবহিত করতেই আমাদের মিছিল।”

Advertisement

পাইপলাইন থেকে তেল চুরির নালিশ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

গোঘাটের ভিকদাস এলাকায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি তেলের পাইপ লাইনে ফুটো করে তেল চুরির অভিযোগ দায়ের করা হল সংস্থাটির তরফে। সংশ্লিষ্ট সংস্থাটির পক্ষে এক দল প্রতিনিধি রবিবার পাইপলাইনটি পরিদর্শনে বেরিয়ে ফুটোটি দেখেন। পরে দুপুরে সংস্থার ডেপুটি ম্যানেজার (অপারেশন) মিলনকুমার ঘোষ গোঘাট থানায় একটি আভিযোগ দায়ের করেন। ওই পাইপ লাইনটি হলদিয়া থেকে বারাউনি গিয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

চারটি দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • গোঘাট

শাটার ভেঙে ও টিনের ছাউনি খুলে শনিবার রাতে গোঘাটের ভিকদাস বাজারের দু’টি গয়নার দোকান-সহ মোট চারটি দোকানে চুরি হল। ওই ঘটনার পরে রবিবার সকালে দুষ্কৃতীদের ধরার দাবি তুলে কিছুক্ষণ পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ব্যবসায়ীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই এলাকারই অসীম মুদি এবং শেখ মুনিম নামে দু’জনকে ধরে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement