বাঁকরায় বিজেপি কর্মীদের মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

বিজেপি কর্মীদের অভিযোগ, বাঁশ-রড দিয়ে আচমকা হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৫:৪৫
Share:

আহত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

হাওড়ার বাঁকরায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। বিজেপির দাবি, শুক্রবার রাতে বাঁকরা পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলছিল। তখনই কর্মীদের উপর হামলা চালানো হয়। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজেপি কর্মীদের অভিযোগ, বাঁশ-রড দিয়ে আচমকা হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলায় বাঁকড়ার বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৫ জন দলীয় কর্মী জখম হয়েছেন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামে ওই মণ্ডল সভাপতিকে বাড়ির সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নীচে ফেলা হয়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। পঞ্চায়েত সদস্য শেখ আব্দুল সালাম জানিয়েছেন, কিছু বহিরাগত এলাকায় এসে একটা বাড়িতে ঢুকেছিল। এলাকার লোকের সন্দেহ হয়। খবর যায় তৃণমূল নেতৃত্বের কাছে। তাঁরাই খবর দেয় পুলিশে।

হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা এই প্রসঙ্গে বলেন, ‘‘রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। আমাদের উপর হামলা হলেও পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’’
এই ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ করেছে দু’দলই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement