Howrah

বন্‌ধে মিশ্র প্রভাব হাওড়া জেলায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দাশনগরে

হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেড বুথে ট্যাক্সির সংখ্যা অন্য দিনের থেকে কম ছিল। যান চলাচল সকাল থেকে ছিল স্বাভাবিক। তবে হাওড়া ব্রিজ-সহ অন্যান্য রাস্তায় গাড়ির সংখ্যা কিছু কম ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৯:৩৭
Share:

টায়ার জ্বালিয়ে অবরোধ। নিজস্ব চিত্র।

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বন্‌ধের মিশ্র প্রভাব পড়ল হাওড়া জেলা জুড়ে। কিছু জায়গায় ট্রেন চলাচল ব্যহত হয়। হাওড়া ব্রিজে যানবাহনের সংখ্যা অন্য দিনের থেকে কিছুটা কম ছিল। সকাল থেকে বিভিন্ন এলাকায় দোকান বাজার খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল কম। কিছু জায়গায় আবার দোকান খোলা নিয়ে ঝামেলা হয়।

Advertisement

হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেড বুথে ট্যাক্সির সংখ্যা অন্য দিনের থেকে কম ছিল। যান চলাচল সকাল থেকে ছিল স্বাভাবিক। তবে হাওড়া ব্রিজ-সহ অন্যান্য রাস্তায় গাড়ির সংখ্যা কিছু কম ছিল।

ভোর থেকে হাওড়া ডিভিশনে পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ৮টা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড় স্টেশনের কাছে শুরু হয় রেল অবরোধ। সেখানে কাঁধে লাঙল নিয়ে অবরোধে সামিল হন আন্দোলনকারীরা। অবরোধ হঠাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে বচসা শুরু হয় আরপিএফ এবং জিআরপি কর্মীদের সঙ্গে। পূর্ব রেলে রিষড়া স্টেশনের কাছে অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

Advertisement

বেলা বাড়ার সঙ্গে বেশ কিছু জায়গায় শুরু হয় রাস্তা অবরোধ। দাশনগর শানপুর মোড় অবরোধ করা হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। ৬ নম্বর জাতীয় সড়কের সলপ মোড়ে রাস্তা আটকে দেওয়া হয়। লিলুয়া ও বালিঘাট এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

ডোমজুড় বাজারে দোকান খুলতে গেলে তা আন্দোলকারীরা জোর করে বন্ধ করে দেন। পরে পুলিশ এসে দোকান খুলে দেয়। এ ছাড়াও জেলা জুড়ে ছোট বড় ঝামেলা হয়। মোটের উপর বন্‌ধের মিশ্র প্রভাব দেখা গিয়েছে হাওড়া জেলায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement