Betting

হুগলিতে বেটিং চক্র

ধৃতদের মঙ্গলবার শ্রীরামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোন্নগর শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০১:৫১
Share:

কোন্নগরে বেটিং চক্রের ধৃতেরা। — নিজস্ব চিত্র

আইপিএল নিয়ে একটি বেটিং-চক্রের হদিশ পেল পুলিশ। সেই চক্রে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে হুগলির কোন্নগরের পেয়ারাবাগান এলাকায় হানা দিয়ে থেকে সাত জনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। উদ্ধার হয় প্রচুর টাকা এবং বেশ কয়েকটি মোবাইল। উদ্ধার হওয়া মোবাইলগুলির কললিস্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। বেটিং চক্রের জাল কতদূর ছড়িয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এর আগেও হুগলির রিষড়া ও হিন্দমোটরে বেটিং-চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। চন্দননগর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, ‘‘টাকা, মোবাইল ছাড়াও নোটবুক বাজেয়াপ্ত করা হয়। বেটিং চক্রে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’ধৃতদের মঙ্গলবার শ্রীরামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর বলেন, ‘‘ওই চক্রের জাল কতদূর ছড়িয়েছে, তা দেখা হচ্ছে। প্রয়োজনে অন্য জেলা বা কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement