হাওড়া সদরে নির্বিঘ্নেই মনোনয়ন

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন অতিরিক্ত জেলাশাসকের (ভূমি এ ভূমি সংস্কার) অফিসে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৩:১০
Share:

তত্ত্বাবধান: হাওড়া মহকুমাশাসকের দফতরে। নিজস্ব চিত্র

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিরোধীরা বাধা পাচ্ছেন। কিন্তু কড়া পুলিশি নিরাপত্তায় হাওড়া সদরের নিউ কালেক্টরেট ভবনে শনিবার নির্বিঘ্নেই মনোনয়ন জমা দিলেন বিরোধী প্রার্থীরা।

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন অতিরিক্ত জেলাশাসকের (ভূমি এ ভূমি সংস্কার) অফিসে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানান হয়েছিল, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁরা মহকুমাশাসকের কাছে জমা দিতে পারবেন।

গোলমাল এড়াতে এ দিন বেলা ১০টা থেকেই হাওড়া সদর মহকুমার ডোমজুড়, পাঁচলা, জগৎবল্লভপুর, বালি-জগাছা ও সাঁকরাইল ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়নপত্র জমা দিতে হাওড়ার নিউ কালেক্টরেট ভবনের সামনে বিরোধী দলের প্রার্থীরা ভিড় জমান। পাশাপাশি, হাওড়া সদরে জেলা পরিষদের মোট ১৫টি আসনের মধ্যে তৃণমূল শনিবার পর্যন্ত ১৪টিতে মনোনয়নপত্র পেশ করেছে। হাওড়া সদরের এই ১৫টি আসনের মধ্যে বিজেপি ১১টিতে মনোনয়নপত্র জমা দিয়েছে। শনিবার পর্যন্ত সিপিএম ১১টি, কংগ্রেস ৫টি, সিপিআই ১টি, ফরওয়ার্ড ব্লক ২টি, এসইউসিআই ১টি ও নির্দল ১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। জেলা পরিষদের বাকি ২৫টি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে উলুবেড়িয়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement