পুরসভা গঠনের প্রক্রিয়া শুরু হল বাগনানে।
প্রথম ধাপ হিসাবে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর থেকে বাসিন্দাদের মতামত জানতে হাওড়া জেলা প্রশাসনের কাছে গত ১২ জুন ‘নোটিস’ পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তা জানান, ‘নোটিস’টি বাগনান ১ ব্লক প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে এলাকা নিয়ে পুরসভা গঠনের প্রস্তাব করা হয়েছে সেখানকার বাসিন্দাদের মতামত জানার জন্য ওই ‘নোটিস’ নিয়ে প্রচার করা হবে। এক মাসের মধ্যে সব মতামত নিয়ে ব্লক প্রশাসন পাঠিয়ে দেবে জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসন তা পাঠাবে পুর ও নগরোন্নয়ন দফতরে।
বাগনান-১-এর বিডিও ছুটিতে। জয়েন্ট বিডিও জানিয়েছেন, এখনও পর্যন্ত ব্লক প্রশাসনের কাছে এই সংক্রান্ত কোনও চিঠি আসেনি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম বলেন, ‘‘নোটিস দেওয়ার মাধ্যমে বাগনানে পুরসভা গঠনের প্রক্রিয়া শুরু হল। তবে এর পরেও একাধিক পর্যায় রয়েছে। সেগুলি অতিক্রম করার পরেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।’’ পুরও নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, বাগনানের মানুষ যে মতামত দেবেন সেগুলি রাজ্য মন্ত্রিসভা পর্যালোচনা করবে। এর পর মন্ত্রিসভা প্রস্তাবটি পাঠাবে রাজ্যপালের কাছে। রাজ্যপালই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা করবেন। যদিও পুর ও নগরোন্নয়ন দফতরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, একবার প্রক্রিয়া শুরু হয়ে গেলে পুরসভা গঠনের সিদ্ধান্ত বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম।
পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, বাগনান ১ ব্লকের বাগনান ১ এবং ২ ও খালোড় এই তিনটি গ্রাম পঞ্চায়েতের ১২টি মৌজা নিয়ে পুরসভা গঠন করা হচ্ছে। উল্লেখ্য, বাগনানকে পুরসভা করার প্রশাসনিক উদ্যোগ অবশ্য নেওয়া হয় ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগে। এই তিনটি গ্রাম পঞ্চায়েতের জনসংখ্যা, মাথাপিছু আয় প্রভৃতি বিষয় নিয়ে বাগনান ১ ব্লক প্রশাসনের কাছ থেকে জানতে চাওয়া হয়। প্রায় সঙ্গে সঙ্গে সেইসব তথ্য জানিয়ে দেওয়া হয় রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরকে। এর পরে কিছুদিন সব চুপচাপ হয়ে যায়। ফের ২০১৩ সালের মাঝামাঝি হাওড়া জেলায় নতুন চারটি পুরসভা গঠনের কথা ঘোষণা করে রাজ্য সরকার। বাগনান ছাড়াও তার মধ্যে ছিল আমতা, আন্দুল এবং ডোমজুড়। কিন্তু গত এপ্রিল মাসে মন্ত্রিসভার বৈঠকে হাওড়া জেলায় শুধুমাত্র বাগনানকেই পুরসভা হিসাবে গঠন করা সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়। তারপরে বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ায় বিষয়টি অনেকটাই ত্বরাম্বিত হল বলে জেলা প্রশাসন সূত্রের খবর।
জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ বাগনান। বাস ও রেল যোগাযোগের সুবিধার জন্য এখানে মানুষের বসবাস বেড়েই চলেছে। জনবসতি বাড়ার ফলে তৈরি হচ্ছে বেশ কিছু সমস্যাও। শহর বেড়ে যাওয়ায় পানীয় জল, রাস্তাঘাট এবং নিকাশির সমস্যা বাড়ছে। সামান্য বৃষ্টি হলেই বেড়াবেড়িয়া, মুরালিবাড়, এনডি ব্লক প্রভৃতি জলমগ্ন হয়ে পড়ে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই সমস্যা দূর করার নানা প্রচেষ্টা নেওয়া হলেও টাকার অভাবে তার কোনওটাই পর্যাপ্ত হয়ে ওঠে না। পুরসভায় পরিণত হলে এই সব খাতে বরাদ্দ অনেকটাই বাড়বে। একইভাবে বাড়ি বাড়ি পানীয় জলের প্রয়োজনীয়তা বাড়লেও তা কার্যকর করা যায়নি টাকার অভাবে। পুরসভা গঠিত হলে এই সমস্যাও অনেকটাই কমবে বলে স্থানীয় বাসিন্দাদের আশা। উন্নত হবে রাস্তাঘাটও।