জোটের উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল

প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিলেন কংগ্রেস এবং সিপিএম সমর্থকরা। তাঁদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে শ্রীরামপুরের তারাপুকুর এলাকার ঘটনা। সিপিএম-কংগ্রেস জোটের তরফে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০২:২৪
Share:

প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিলেন কংগ্রেস এবং সিপিএম সমর্থকরা। তাঁদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে শ্রীরামপুরের তারাপুকুর এলাকার ঘটনা। সিপিএম-কংগ্রেস জোটের তরফে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। তৃণমূল অভিযোগ মানেনি। তারা পাল্টা কমিশনে অভিযোগ জানিয়েছে জোট সমর্থকদের বিরুদ্ধে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকাটি চাঁপদানি বিধানসভার অন্তর্গত। এ দিন বিকে‌লে সেখানে কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নানের প্রচার ছিল। সে জন্য কংগ্রেস ও সিপিএমের সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছিলেন‌। সকাল সাড়ে ১১টা নাগাদ তৃণমূলের লোকজনের সঙ্গে তাঁদের গোলমাল হয়। তার জেরে উত্তেজনা ছড়ায়। সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের কিছু লোক তাঁদের উপর হামলা করে। হাত থেকে পতাকা কেড়ে ছিড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার পরে কংগ্রেস এবং সিপিএমের নেতারা ঘটনাস্থলে আসেন। কংগ্রেস নেতা অজিত চক্রবর্তীর অভিযোগ, ‘‘শ্রীরামপুরের ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত ঘোষের নেতৃত্বে সমাজবিরোধীরা মোটরবাইকে চেপে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। মহিলারা প্রতিবাদ করলে তাঁদেরও ধাক্কাধাক্কি করা হয়। কাপড় ছিঁড়ে দেওয়া হয়।’’

সুব্রতবাবুর অবশ্য দাবি, ‘‘সারা বছর আমরা মানুষের পাশে থাকি। মানুষ তাই আমাদের দলকেই চায়। আমরা হামলা করতে যাব কেন? ওদের পায়ের তলায় জমি নেই বলে মিথ্যা অভিযোগ করছে মানুষের সহানুভূতি আদায় করতে। মানুষ কিন্তু সত্যিটা জানেন।’’ তৃণমূলের পাল্টা অভিযোগ, জোটের সমর্থকেরাই ধাক্কাধাক্কি করেন। পুলিশের বক্তব্য, দু’পক্ষের মধ্যে গোলমাল‌ হয়েছে। তবে, কেউ জখম হননি। ঘটনার তদন্ত হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement