আজ পরীক্ষায় জেলা প্রশাসনও

দুই জেলা মিলিয়ে আজ, শনিবার রাজ্য সরকারের ‘গ্রুপ-ডি’ কর্মী নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন ২ লক্ষ ৯৬ হাজার ৫৪২ জন। এই বিপুল পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সে জন্য হাওড়া ও হুগলি— দুই জেলাতেই রাস্তায় প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া ও চুঁচুড়া শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০২:৩৮
Share:

প্রতীকী ছবি।

দুই জেলা মিলিয়ে আজ, শনিবার রাজ্য সরকারের ‘গ্রুপ-ডি’ কর্মী নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন ২ লক্ষ ৯৬ হাজার ৫৪২ জন। এই বিপুল পরীক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সে জন্য হাওড়া ও হুগলি— দুই জেলাতেই রাস্তায় প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে।

Advertisement

হাওড়ায় পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৯৬৮ জন। পুলিশ কমিশনারেট এবং গ্রামীণ পুলিশের এলাকা মিলিয়ে এই জেলায় মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩২৬টি। এই ধরনের বড় মাপের পরীক্ষার সময়ে আগে অনেক ক্ষেত্রেই পরিবহণ সমস্যায় ভুগতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের। সেই সমস্যা এড়ানো যাবে বলে আশা জেলা প্রশাসনের।

জেলা প্রশাসনের এক কর্তা জানান, বেশিরভাগ পরীক্ষার্থী তাঁদের নিজস্ব থানা এলাকার ঠিক পাশের থানা এলাকায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন। অনেকে সাইকেলেও পরীক্ষাকেন্দ্রে হাজির হতে পারবেন। সব রুটের সরকারি-বেসরকারি বাস, অটো-রিকশা, ট্রেকার এবং ছোট গাড়ি চালানোর ব্যবস্থা হবে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে থাকবে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ। তবে, সিভিক ভলান্টিয়ারদের মধ্যে প্রায় ৩০ শতাংশ পরীক্ষায় বসায় কপালে ভাঁজ পড়েছে পুলিশকর্তাদের। কারণ, সিভিক ভলান্টিয়াররাই যান নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেন। সেই কারণে থানাগুলিতে দু’এক জন পুলিশকর্মী রেখে বাকিদের পরীক্ষার কাজে লাগানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। শুধু হাওড়া গ্রামীণ জেলা পুলিশ এলাকাতেই অফিসার এবং পুলিশকর্মী মিলিয়ে ২ হাজার জনকে নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (গ্রামীণ) সুমিতকুমার।

Advertisement

জেলাশাসক চৈতালি চক্রবর্তী বলেন, ‘‘শুধু পরীক্ষার্থীই নন, তাঁদের সঙ্গে আসবেন অভিভাবকেরাও। কারও যাতে কোনও অসুবিধা না হয় এবং পরীক্ষা যাতে সুষ্ঠু ভাবে হয়, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

আজ থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা থাকলেও এই পরীক্ষার কারণে অনেক স্কুলে শুক্রবার থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে। কিছু স্কুলে সোমবার থেকে গরমের ছুটি পড়বে বলে জানানো হয়েছে। তবে, জেলা স্কুল পরিদর্শকের অফিস সূত্রে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে নজরদারিরর জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্কুলে আসা বাধ্যতামূলক করা হয়েছে।

হুগলিতে পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৫৭৪ জন। পরীক্ষাকেন্দ্র হয়েছে ৩৬৬টি। জেলায় জিটি রোড, দিল্লি রোড-সহ অন্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট এড়ানোর বিষয়টি দেখভালের জন্য এ দিন অতিরিক্ত পাঁচ জন ট্র্যাফিক ইনস্পেক্টর রাস্তায় থাকছেন বলে পুলিশ জানিয়েছে। পরীক্ষা শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত যান চলাচল যাতে সুষ্ঠু ভাবে নিয়ন্ত্রিত হয়, সে জন্য জেলার পদস্থ পুলিশকর্তারাও নজরদারি চালাবেন। পরীক্ষাকেন্দ্রগুলিতে অন্তত এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের কিছুটা আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকলে তাঁদের হয়রান হতে হবে না। নিশ্চিন্তে তাঁরা পরীক্ষা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement