পুজোর অ্যাপ হাওড়ায়

পুলিশ জানায়, পুজোয় ঘুরতে বেরিয়ে কাছাকাছি কোন কোন পুজো আছে, ওই অ্যাপ তা বলে দেবে। এলাকার কোথায় পার্কিং লট বা রেস্তরাঁ রয়েছে, জানা যাবে তা-ও। সেই সঙ্গে কেউ কোথাও বিপদে পড়লে বা কোনও দুর্ঘটনা ঘটলে অ্যাপের এসওএস বোতাম টিপলেই সেই বার্তা চলে যাবে পুলিশের কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৩
Share:

নয়া অ্যাপে প্রতিটি পুজোর ছবি রাখার ব্যবস্থা হয়েছে। ফাইল চিত্র

পুজোর দর্শনার্থীদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু হচ্ছে হাওড়ায়। শনিবার শরৎ সদনে একটি অনুষ্ঠানে ওই নতুন অ্যাপের ঘোষণা করল হাওড়া সিটি পুলিশ। সেই সঙ্গে এ দিন পুজোর গাইড-ম্যাপেরও উদ্বোধন করলেন হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ হাওড়ার বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।

Advertisement

পুলিশ জানায়, পুজোয় ঘুরতে বেরিয়ে কাছাকাছি কোন কোন পুজো আছে, ওই অ্যাপ তা বলে দেবে। এলাকার কোথায় পার্কিং লট বা রেস্তরাঁ রয়েছে, জানা যাবে তা-ও। সেই সঙ্গে কেউ কোথাও বিপদে পড়লে বা কোনও দুর্ঘটনা ঘটলে অ্যাপের এসওএস বোতাম টিপলেই সেই বার্তা চলে যাবে পুলিশের কাছে। হাওড়া সিটি পুলিশের ডিসি (উত্তর) ওয়াই রঘুবংশী জানান, চুরি-ছিনতাই বা মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার— যে কোনও সমস্যায় ওই বোতাম টিপলেই মিলবে পুলিশের সাহায্য।

ডিসি বল‌েন, ‘‘হাওড়ার প্রতিটি পুজোর ছবি রাখার ব্যবস্থা হয়েছে ওই অ্যাপে। কর্মকর্তাদের বলা হয়েছে, আগামী ২০ তারিখের মধ্যে মণ্ডপের যাবতীয় তথ্য ও ছবি জমা দিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement