হাওড়া জেলা হাসপাতালে অগ্নিমিত্রা। —নিজস্ব চিত্র।
জেপি নড্ডার কনভয়ে হামলা নিয়ে তেত উঠেছে বাংলার রাজনীতি। তার মধ্যেই মারের বদলা মারের ডাক দিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। ডায়মন্ড হারবারের ঘটনায় বৃহস্পতিবার হাওড়ায় বিক্ষোভে নামে গেরুয়া শিবির। জেলাশাসকের বাসভবনের সামেন বিক্ষোভ দেখানো হয়। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দলের কয়েক জন সদস্য আহত হন। হাওড়া জেলা হাসপাতালে তাঁদের দেখতে গিয়ে এমনই হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা। তিনি বলেন।, ‘‘১৩০ জন বিজেপি কর্মীর খুনের বদলা আমরা নেবই।’’
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ যদিও অস্বীকার করেছে হাওড়া পুলিশ। কিন্তু অগ্নিমিত্রার প্রশ্ন, ‘‘জেলাশসকের বাংলো অভিযানে কেন পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন করা হয়নি? পুরুষরা কেন মহিলা কর্মী-সমর্থকদের গায়ে হাত তুললেন?’’
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, ‘‘উনি কলপাড়ের ভাষা বলছেন। কখন কী বলবেন নিজেই জানেন না। আর চার মাস বাকি। আমাদের উপর যত অত্যাচার করবেন, তত তাড়াতাড়ি মসনদের দিতে এগোব আমরা।’’
রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূল নেতা যদিও বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, ‘‘বিজেপি একটা উশৃঙ্খল। খবরের শিরোনামে উঠে আসতে। পরিকল্পনা করে নিজেরাই দলের নেতাদের উপর হামলা চালায়।’’