চুঁচুড়ায় আদালতে বিক্ষোভ

ঘরে আগুন লাগানো, খুনের চেষ্টা-সহ নানা অসামাজিক কাজে অভিযুক্ত বৃহন্নলার শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখান বৃহন্নলারাই। সোমবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশের বাসিন্দা নন্দিনী নামে ওই বৃহন্নলা কাজের সূত্রে চুঁচুড়ার খাগড়াজোলে বসবাস করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০০:০৫
Share:

ঘরে আগুন লাগানো, খুনের চেষ্টা-সহ নানা অসামাজিক কাজে অভিযুক্ত বৃহন্নলার শাস্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখান বৃহন্নলারাই। সোমবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাংলাদেশের বাসিন্দা নন্দিনী নামে ওই বৃহন্নলা কাজের সূত্রে চুঁচুড়ার খাগড়াজোলে বসবাস করতেন। অভিযোগ, সেখানে থাকাকালীন তিনি অন্য বৃহন্নলাদের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই তিনি জেলায় আশ্রায় নেন। এরপর অন্য বৃহন্নলারা চুঁচুড়া থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, নন্দিনী দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায় বসবাস করছিলেন। সেখানে পুলিশ হানা দিলে তিনি বীরভূমের লাভপুরে চলে যান। সেখানে নিজেদের মধ্যে বচসার জেরে এক বৃহন্নলাকে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে বোলপুর পুলিশ তাঁকে গ্রেফতার করে। জেল হাজত হয় তাঁর। তদন্তকারী এক অফিসার জানান, ধৃতের বিরুদ্ধে শান্তিনিকেতনেও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। চুঁচুড়ায় ঘরে আগুন লাগানো এবং টাকা তছরুপের অভিযোগে বিচারপর্বের প্রথম শুনানি শুরু হয় এ দিন চুঁচুড়া আদালতে। অভিযুক্তের এ দিন ১৪ দিন জেল হাজত হয়। বৃহন্নল্লা সুইটি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘নন্দিনী বাংলাদেশ থেকে এখানে কাজ করতে আসে। টাকা তছরুপ ও অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় সে আমাদের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement