তৃণমূলের ‘চিটফান্ড কেলেঙ্কারি’র বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন চলবেই।
রবিবার হাওড়ার আমতায় জানিয়ে দিলেন বিধানসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান। এ দিন আমতা বিধানসভা কেন্দ্রের কল্যাণপুরে দলের কর্মিসভায় মান্নান বলেন, ‘‘এটা প্রচার করা হচ্ছে, মোদী সরকারের নোট কেলেঙ্কারির প্রেক্ষিতে যৌথ আন্দোলন করতে গিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যেন জোট হয়ে গিয়েছে। কিন্তু এটা ঠিক নয়।’’ তিনি জানান, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সব দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দিচ্ছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। তাতে হয়তো কংগ্রেস, তৃণমূল দুই দল কাছাকাছি এসেছে। এর সঙ্গে রাজ্যে তৃণমূল যে ভাবে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়েছে তা রেয়াত করা হবে না।
বিরোধী দলনেতার কথায়, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে সিবিআই। আদালতের নির্দেশকে আমরা মান্যতা দিই। ‘পিসি –ভাইপো’ কেউই ছাড় পাবে না।’’
সম্মেলনে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক অসিত মিত্র প্রমুখ।