পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। নিজস্ব চিত্র।
হুগলির মোল্লাবেড় এলাকায় এক গোডাউন সংলগ্ন জলা জমি ভরাটের কাজ হচ্ছিল। ডাম্পারে করে মাটি ফেলা হচ্ছিল সেখানে। সেই কাজই দেখাশোনা করছিলেন ডানকুনি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানসাদ মল্লিক (৫০)। তিনিই ডাম্পারে চাপা পড়ে মারা যান। তার পর শুরু হয় স্থানীয়দের বিক্ষোভ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জলা জমিতে মাটি ফেলে ডাম্পারগুলি পিছিয়ে রাস্তায় উঠছিল। সেই সময় পা হড়কে পড়ে যান মানসাদ। তাঁকে দেখতে পাননি ডাম্পার চালক। ডাম্পারে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মানসাদ।
স্থানীয়দের অভিযোগ মানসাদকে চাপা দেওয়ার পর ডাম্পার ছেড়ে পালিয়ে যান চালক। কিন্তু তাঁকে ধরার সুযোগ থাকলেও ওই গোডাউনের নিরাপত্তা রক্ষীরা ডাম্পার চালককে পালাতে দেন। এর পরই শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ বাহিনী। পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।