প্রতীকী ছবি।
তালগাছের মাথায় সম্ভবত ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় তার ডানা আটকে গিয়েছে। ডানা ঝাপটে বারবার নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে চলেছে একটি চিল। হাওড়ার দানেশ শেখ লেনে ‘বটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া’র একটি জমিতে দেখা গিয়েছিল এই দৃশ্য। মঙ্গলবার সারা দিন নানা মহলে ফোন করেও সেই চিলটিকে ছাড়ানোর রাস্তা মেলেনি।
ওই এলাকার বাসিন্দা, আইনের ছাত্রী সুচেতা বন্দ্যোপাধ্যায় পুলিশ, বন দফতর ও দমকলের দ্বারস্থ হন। তাদের বারবার ফোন করা হলেও অবশ্য উদ্ধারকাজে কেউ এগিয়ে আসেননি। পশুপ্রেমী স্থানীয় সমাজকর্মীরাও কেউ কেউ এগিয়ে আসেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। চিলটিকে উদ্ধারের রাস্তা মেলেনি। বন্যপ্রাণ আইন অনুযায়ী, চিলেরও সুরক্ষার দরকার রয়েছে। হাওড়া-হুগলির ডিএফও সোমনাথ সরকার বলেন, ‘‘খবরটা খুবই উদ্বেগের। কিন্তু জঙ্গলহীন এলাকায় পশুপাখিদের উদ্ধারের পরিকাঠামোর অভাব রয়েছে। স্থানীয় কেউ তালগাছে চড়তে পারলে কিছু একটা বন্দোবস্ত করা যেত। দমকলও যদি তাদের মই দিয়ে সাহায্য করত, তা হলে হয়তো এত ক্ষণে সমস্যা মিটে যেত।’’