Suicide Case Of Howrah

‘স্বামী বাইরে থাকার সুযোগ নিচ্ছ?’ খুঁটিতে বেঁধে মারধর, হাওড়ায় অপমানে আত্মঘাতী বধূ! তদন্তে পুলিশ

স্থানীয় সূত্রের খবর, নিগৃহীতার স্বামী কর্মসূত্রে ভিন্‌রাজ্যে থাকেন। প্রতিবেশীদের কয়েক জনের দাবি, স্বামী বাড়িতে না-থাকার সুযোগে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১২:২৫
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জন্য প্রতিবেশীদের হাতে নিগৃহীত হয়ে অপমানে আত্মঘাতী হলেন এক বধূ। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানা এলাকার ঘটনা। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্বতঃপ্রণোদিত ভাবে খোঁজখবর করছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, নিগৃহীতার স্বামী কর্মসূত্রে ভিন্‌রাজ্যে থাকেন। প্রতিবেশীদের কয়েক জনের দাবি, স্বামী বাড়িতে না-থাকার সুযোগে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন।

দিন কয়েক আগের ঘটনা। রাতের বেলা এলাকার কয়েক জন মানুষ ওই বধূর বাড়ি থেকে এক পুরুষকে ধরেন। তার পরে তুলে বধূ এবং তাঁর প্রেমিক সন্দেহে আটক করা যুবকের উপর শুরু হয় মারধর।

Advertisement

অভিযোগ, ওই বধূ এবং যুবককে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর শুরু করেন গ্রামবাসীদের কয়েক জন। ওই অবস্থায় দু’জনের ছবি মোবাইল ক্যামেরায় তুলে সেগুলো সমাজমাধ্যমে ‘ভাইরাল’ করে দেওয়া হবে হুমকি দেওয়া হয়। এবং সেটা হয়ও। এলাকার অনেকের মোবাইলে নির্যাতিত বধূর ছবি পৌঁছে যায়। সেই অপমান সহ্য না করতে পেরে শনিবার ওই বধূ আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের দাবি। বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হওয়ার পর খবর দেওয়া হয় থানায়।

যদিও এ বিষয়ে শ্যামপুর থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে খবর। থানার এক পুলিশ আধিকারিক জানান, ঠিক কী ঘটেছিল, তদন্ত করে দেখছে। এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement