আমার শহরের রাস্তাঘাট খুবই ভাল। ভেঙেচুরে গেলে তা সারানো হয়। রাস্তা নিয়ে কোনও অভিযোগই নেই।
জায়গায় জায়গায় ভ্যাট আছে। পুরসভার কর্মীরা নিয়মিত সাপ্লাইয়ের কাজ করেন। তাই আমার শহর যথেষ্টই পরিচ্ছন্ন। তবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আরও একটু উন্নত হওয়া দরকার।
চন্দননগরে পানীয় জলের অভাব নেই। জল নিয়ে আমাদের মতো বাসিন্দাদের কোনও অভাব অভিযোগ নেই।
শহরের নিকাশি ব্যবস্থা ভালই। তবে বেশি বৃষ্টি হলে কিছু নিচু এলাকায় জল জমে যায়। ওই সব এলাকার নিকাশি নিয়ে উন্নত ভাবনা প্রয়োজন।
চন্দননগরের সব জায়গাতেই পথবাতি খুব উজ্জ্বল। রাতে মহিলাদের পথ চলতে কোনও অসুবিধা হয় না। শহরের নিরাপত্তা নিয়েও আমরা চিন্তিত নই।
আমি চাই পৃথিবীর উন্নত শহরগুলোর মতো চন্দননগরেরও উন্নতি হোক। এখানকার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো নিয়ে আমাদের গর্ব আছে। তবে উন্নত শহরগুলোতে যে সমস্ত সুযোগ-সুবিধা থাকে, নাগরিক পরিষেবা থাকে, সেগুলো যেন এই শহরের বাসিন্দারা পান। এটা দেখা দরকার।