WB Panchayat Election 2023

ভোটের টিকিট নিয়ে বিধায়কের বিরুদ্ধে পোস্টার

এ দিন সকালে ব্যান্ডেল মোড় থেকে দিল্লি রোড বরাবর ন'পাড়া  এবং ভুয়াগাছি এলাকায় একাধিক পোস্টার পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ০৮:২২
Share:

এমন পোস্টারই লাগানো হয়েছে। নিজস্ব চিত্র

কিছুদিন আগেই রাজহাটে 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে পঞ্চায়েতের টিকিট নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার ওই একই এলাকায় সেই টিকিট দেওয়া নিয়েই বিধায়কের বিরুদ্ধে পড়ল 'হুমকি-পোস্টার’।

Advertisement

এ দিন সকালে ব্যান্ডেল মোড় থেকে দিল্লি রোড বরাবর ন'পাড়া এবং ভুয়াগাছি এলাকায় একাধিক পোস্টার পড়ে। সেই পোস্টারে লেখা, ‘শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা খাওয়া নেতাদের পঞ্চায়েতের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না’। পোস্টারের নীচে লেখা ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’।

বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত হিসেবেই দেখছেন বিধায়ক-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজহাট অঞ্চল তৃণমূল সভাপতি রূপকুমার করের দাবি, ‘‘রাজহাটে তৃণমূলের কোনও গোষ্ঠী-কোন্দল নেই। পোস্টার বিজেপিই দিয়েছে।’’ অসিত বলেন, "পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর লোক পাচ্ছে না বিজেপি। তাই খামোখা পোস্টার মেরে আমাদের বদনাম করতে চাইছে।"

Advertisement

অভিযোগ উড়িয়ে বিজেপির হুগলি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউের দাবি, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। শুধু রাজহাট কেন, ভোটের মুখে অন্য পঞ্চায়েত এলাকাতেও অশান্তি বাড়বে তৃণমূলের অন্দরে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement