ভোটপ্রচারে রাজকুমার বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
এক সময় তিরন্দাজিতে রাজ্য এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এ বার ভোটের ময়দানেও সেই তির-ধনুক চিহ্ন নিয়েই লড়াইয়ে নেমে পড়েছেন উত্তরপাড়ার রাজকুমার বন্দ্যোপাধ্যায় ওরফে রাজু। নির্দল প্রার্থী হয়ে পুরভোটে লড়াই করতে নেমেছেন তিনি। জয়ের চাঁদমারি ভেদ করতে পারবেন বলে আশা রাজুর। তবে পুরসভার ২৪টি আসনই দখলে আসবে বলে প্রত্যয়ী উত্তরপাড়ার তৃণমূল নেতারা।
১৯৮৫ সালে রাজ্য এবং পরের বছর দেশের হয়ে তিরন্দাজিতে সাব জুনিয়র বিভাগে প্রতিনিধিত্ব করেছেন রাজু। সেই রাজু এ বার উত্তরপাড়ার আট নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূল প্রার্থী তাপস মুখোপাধ্যায়। রাজুর কথায়, ‘‘উত্তরপাড়ায় কসমেটিক উন্নয়ন হয়েছে। গরিব মানুষের চাহিদা পূরণ হয়নি। রাস্তাঘাট হয়েছে। তবে অপরিকল্পিত ভাবে হওয়ায় রাস্তায় জল জমে থাকে। মানুষকে হয়রানির শিকার হতে হয়। উন্নয়ন হয়েছে তৃণমূল কাউন্সিলরদের। সাধারণ মানুষের কোনও উন্নয়ন হয়নি।’’
রাজুর অভিযোগ নিয়ে উত্তরপাড়ার বিদায়ী পুর প্রশাসক দিলীপ যাদবের বক্তব্য, ‘‘পানীয় জল, রাস্তা, আলো, গণভবন, হাসপাতাল এ সব উন্নয়ন করা যদি অপরাধ হয়, তা হলে কিছু বলার নেই। যাঁরা ভোটে দাঁড়ান তাঁরা মানুষের কাজ করেন। আসলে এ সব যাঁরা বলছেন, তাঁরা মানুষের কোনও কাজ করেননি। তাঁরা ভোটে না দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়ান।’’