Lalbaba College

Bengal Polls: হাতাহাতি, ভাঙচুর, বেলুড়ের লালবাবা কলেজে মুখোমুখি সঙ্ঘর্ষ তৃণমূল ও বিজেপি সমর্থকদের

তৃণমূলের দাবি, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে মক পোলিং চলছিল। সেইসময় ইভিএম-এ সমস্যা ধরা পড়ে। তা নিয়ে প্রশ্ন তুলতেই ঝামেলা শুরু করেন বিজেপি সমর্থকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলুড় শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ০৮:২৮
Share:

উত্তপ্ত পরিস্থিতি।

ভোটগ্রহণ ঘিরে সাতসকালেই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সঙ্ঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল বেলুড়ের লালবাবা কলেজে। হয় হাতাহাতি, চলে ভাংচুর। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।
বালি বিধানসভা কেন্দ্রের ৬৪ নম্বর বুথ রয়েছে লালবাবা কলেজে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে সেখানে ধুন্ধুমার বাধে বলে জানা গিয়েছে। বিজেপি-র অভিযোগ, তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি।
তবে তৃণমূলের দাবি, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে মক পোলিং চলছিল। সেই সময় ইভিএম-এ সমস্যা ধরা পড়ে। তা নিয়ে প্রশ্ন তুলতেই ঝামেলা শুরু করেন বিজেপি সমর্থকরা। বচসা থেকে শুরু হয় হাতাহাতি।

Advertisement

গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে, তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দু’পক্ষকেই বুথ থেকে বার করে দেওয়া হয়। তার পরই শুরু হয় ভোটগ্রহণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement