Breastfeeding

COVID-19 Vaccine: বুধবার থেকে স্তন্যদায়ী মায়েদের টিকাকরণ শুরু হচ্ছে হাওড়ায়

হাওড়া পুরসভার অন্তর্গত ১৭টি স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি হাসপাতালগুলিতে টিকা পাওয়া যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ০৩:৪৪
Share:

—ফাইল চিত্র।

প্রসূতি এবং গর্ভবতী মহিলাদের করোনা টিকা নেওয়ায় কোনও সমস্যা নেই বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। সেই মতো বুধবার থেকে হাওড়ায় স্তন্যদায়ী মায়েদের টিকাকরণ শুরু হচ্ছে। শিশুর বয়স ২ বছর, এমন মায়েরাও টিকা নিতা পারবেন।

Advertisement

হাওড়া পুরসভার অন্তর্গত ১৭টি স্বাস্থ্যকেন্দ্র এবং সরকারি হাসপাতালগুলিতে টিকা পাওয়া যাবে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশে। সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার প্রশাসক অরূপ রায়।

বর্তমানে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচেই রয়েছে। হাওড়া পুর এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য ভাবে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া জেলা প্রশাসনের তরফে নতুন করে কন্টেনমেন্ট ও মাইক্রো কন্টেনমেন্ট জোনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে হাওড়া শহরে কোনও মাইক্রো কন্টেনমেন্ট জোন নেই। শুধু ৭টি কন্টেনমেন্ট জোন রয়েছে। হাওড়া গ্রামীণ এলাকাতেও কমেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement