ফাইল ছবি
বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের আবার দলে ফেরানো হচ্ছে। এই অভিযোগ তুলে দলের বিরুদ্ধেই সরব হলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
রবিবার হাওড়ায় একটি অনুষ্ঠানে প্রসূন বলেন, ‘‘২০২১ সালে বিধানসভা ভোটে বড় ব্যবধানে জেতার পরেও কেন ওই সব দলত্যাগী নেতাদের দলে নেওয়া হচ্ছে, যারা দলটাকে শেষ করে গিয়েছিলেন। এ নিয়ে আমার প্রতিবাদ রইল।’’
প্রসূনের এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য উমেশ রায় বলেন, ‘‘অন্য দল ভেঙে তৃণমূল তৈরি হয়েছে। এখন দলের মধ্যে কোনও নিয়ন্ত্রণ নেই তা সাংসদের এই বক্তব্যে পরিষ্কার।’’
হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ যদিও প্রসূনের এই বক্তব্যকে ব্যক্তিগত মত বলে মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘‘সাংসদ যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। দল কী করবে তা দলীয় নেতৃত্ব ঠিক করবেন।’’