Kalyan Banerjee

Kalyan Baneerjee: সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ কল্যাণের, বললেন, আনিস-মৃত্যুর ফায়দা নিচ্ছে

কল্যাণের কথায়, ‘‘এই ধরনের বিশৃঙ্খলা কেন হবে? সিপিএম চাইছে রাজনৈতিক ফায়দা তোলার। আনিসের মৃত্যু হয়েছে। আমরা সবাই দুঃখিত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৫৬
Share:

রাজনৈতিক ভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

সিপিএমের মিছিল থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল। শ্রীরামপুরের সাংসদের অভিযোগ, আনিস খানের মৃত্যুতে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে সিপিএম। রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বামেরা, এমন মন্তব্য করেন তিনি। যদিও তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সিপিএম।

Advertisement

শনিবার সন্ধ্যায় ফুরফুরা যাবার পথে হুগলির চণ্ডীতলার মশাট বাজারে আটকে পড়ে কল্যাণের গাড়ি। তৃণমূল সাংসদের অভিযোগ, সেই সময় ওই রাস্তা দিয়ে সিপিএমের একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকে তার গাড়িতে চড়াও হয় কয়েক জন। গাড়িতে ধাক্কা মারা হয়। কল্যাণের কথায়, ‘‘এই ধরনের বিশৃঙ্খলা কেন হবে? সিপিএম চাইছে রাজনৈতিক ফায়দা তোলার। আনিসের মৃত্যু হয়েছে। আমরা সবাই দুঃখিত। তার জন্য আদালত একটি নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী তদন্ত হবে। যে দোষী সে শাস্তি পাবে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমরা বিশৃঙ্খলা করবে। অন্য রাজনৈতিক দলের লোক গেলে তার গাড়িতে চড়াও হবে, এটা চলতে পারে না।’’ এর পর কল্যাণের সংযোজন, ‘‘এর প্রতিবাদ হবে। আমরাও প্রতিবাদে নামব। আগামিকাল নির্বাচন আছে। আমরাও দেখছি, কী ভাবে প্রতিবাদ করতে হয়। ৩৪ বছরে সিপিএমের অনেক গুন্ডাবাজি দেখেছি। সেই গুন্ডা বাজি রুখতে রুখতে আমরা এখানে এসেছি। আজকে যদি সিপিএম মনে করে এই ঘটনাকে কেন্দ্র করে গুন্ডাবাজি করবে। সেই গুন্ডাবাজির উত্তর রাজনৈতিক ভাবেই দেব।’’

অন্য দিকে, তৃণমূল সাংসদের এই অভিযোগ নস্যাৎ করেছে সিপিএম। চণ্ডীতলা-১ সিপিএম এরিয়া কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন সাংসদ। আনিসের মৃত্যুর প্রতিবাদে গোপালপুর বাজার থেকে মশাট বাজার পর্যন্ত মিছিল ছিল। শনিবার হাটবার। তাই মশাটে খুব ভিড় হয়। মিছিলের জন্য সেখানে কিছু গাড়ি আটকে পরে। আমাদের ছেলেরাই গাড়ি একপাশ দিয়ে পার করিয়ে দেবার ব্যবস্থা করে। আসলে সারা রাজ্যে যে ঘটনা প্রবাহ চলছে সেগুলিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছেন উনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement