—প্রতীকী চিত্র।
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে। দাবি, অভিযুক্তেরা দলীয় বিধায়কের অনুগামী। বুধবার দুপুর উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার মাছ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রাক্তন কাউন্সিলর লক্ষ্মী সাহানির অভিযোগ, এলাকায় অসামাজিক ও বেআইনি কাজ চলছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর মদতে। এর প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালানো হয়। তাঁকে ও তাঁর স্বামী সন্তোষ সাহানিকে মারধন করা হয়। এলাকায় গন্ডগোলের খবর পেয়ে পুলিশ আসে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান লক্ষ্মী।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গৌতম। তিনি বলেন, ‘‘সব মিথ্যা অভিযোগ। একেবারে ভিত্তিহীন। আসলে দলবিরোধী কাজকর্মের জন্য লক্ষ্মী সাহানি ও তাঁর স্বামীকে কোনও কর্মসূচিতে ডাকা হয় না। দল তদন্ত করলে ওরা বহিষ্কৃত হবেন।’’ এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রায় বলেন, ‘‘তোলাবাজির জন্য শাসকদলের দু’পক্ষ মারামারি করছে প্রকাশ্যে। এটাই ওদের আসল চরিত্র।’’