তৃণমূল প্রার্থী ঝিন্দন প্রধান এবং সায়ন সর্দার (বাঁ দিক থেকে)। —নিজস্ব চিত্র।
পঞ্চায়েত ভোটে হাওড়া জেলায় দুই কেন্দ্রে দু’জন তরুণ-তরুণীকে প্রার্থী করল তৃণমূল। এক জন এখনও কলেজছাত্র। অন্য জন পড়াশোনা করছেন শিক্ষক হতে। পঞ্চায়েত ভোটযুদ্ধে নজর কেড়েছেন ডোমজুড় এবং বাগনানের দুই তরুণতুর্কি।
ছাত্র প্রতিনিধি থেকে এবার তৃণমূল প্রার্থী হিসাবে পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নেমেছেন সায়ন সর্দার। হাওড়া সদরের তিনিই কনিষ্ঠতম প্রার্থী। কলকাতার আশুতোষ কলেজে বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র সায়নকে ডোমজুড়ের সলপ-২ গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথের প্রার্থী করেছে তৃণমূল। ২২ বছরের কলেজ পড়ুয়া তাই কিছুটা স্নায়ুচাপে। তবে এলাকার বিধায়ক এবং তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ তাঁকে ‘গাইড’ করেছেন। কী ভাবে প্রচার করতে হবে, সেটাও শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন তিনি। কেন কলেজের পড়া শেষ না করেই ভোটে লড়ার সিদ্ধান্ত? সায়নের জবাব, ‘‘পড়াশোনা করতে গিয়ে দেখেছি আমাদের মতো তফসিলি ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের কত সুবিধাজনক প্রকল্প রয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, বিভিন্ন খাতে রাজ্যকে বঞ্চনার কথা—সবই তুলে ধরছি মানুষের কাছে।’’ সায়নের বাবা বাদল সর্দার চান, ছেলে রাজনীতি করে মানুষের পাশে দাঁড়াক। কলেজ ছাত্রকে ভোটের লড়াইয়ে নামতে দেখে খুশি এলাকার বাসিন্দারা। তবে ওই অঞ্চলের পঞ্চায়েত সমিতির সিপিএম প্রার্থী প্রতিমা কয়ালের অভিযোগ, ‘‘রাজনীতির লড়াই গণতান্ত্রিক ভাবে হওয়া উচিত। কিন্তু এখানে তৃণমূল চাইছে, জোর করে সব দখল করে নিতে।’’
পঞ্চায়েতের ভোটযুদ্ধে নেমেছেন ভূগোলে ফার্স্ট ক্লাস পাওয়া ২৩ বছরের তরুণী ঝিন্দন প্রধানও। বাগনানের খালোড় অঞ্চলের ৯৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। সরোজিনী নাইডু মহিলা কলেজ থেকে স্নাতক পাশের পর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে ভূগোলে এমএসসি করেছেন। বিএড পাঠরতা ঝিন্দন বলছেন, ‘‘কলেজ জীবন থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত।’’ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি-বাড়ি ভোট প্রচারে ফাঁকে ঝিন্দন বলেন ‘‘জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই মানুষের পাশে থেকে কাজ করে যাব।’’ তিনি আরও বলেন, ‘‘রাজনীতিতে বয়সটা কোনও ফ্যাক্টর নয়। রাজনীতি আমার প্যাশন। মানুষের জন্য কিছু করার তাগিদ বরাবর। দল আমাকে প্রার্থী করেছে। আশা করি, ভরসার মূল্য দিতে পারব।’’ পঞ্চায়েত ভোটে হাওড়ায় দলের অন্যতম কনিষ্ঠ প্রার্থী ঝিন্দনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের হাওড়া জেলা (গ্রামীণ) সভাপতি এবং বিধায়ক রাজা সেন।