BJP Worker

চুঁচু়ড়ায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগ অস্বীকার তৃণমূলের

ওই বিজেপি কর্মীর নাম মিন্টু মণ্ডল। রবিবার রাত ১টা নাগাদ তাঁর বাড়ির বাইরে থাকা একটি বাইকে আগুন লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১১
Share:

চুঁচুড়ার সুকান্ত নগরে বিজেপি কর্মীর বাড়ি আগুনে ভস্মীভূত। পুড়ে ছাই ঘরের আসবাব সহ অন্যান্য জিনিস। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

Advertisement

ওই বিজেপি কর্মীর নাম মিন্টু মণ্ডল। রবিবার রাত ১টা নাগাদ তাঁর বাড়ির বাইরে থাকা একটি বাইকে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। মাদুর, বিছানা থেকে বৈদ্যুতিক তার-পাখা, সব পুড়ে যায়। মিন্টুর অভিযোগ, গত কয়েক দিন ধরে তাঁঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপি-র প্রার্থী হয়েছিলেন। তখন থেকেই স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে গণ্ডগোল বাধে তাঁর।

রবিবার ঘরের বাইরে রাখা তাঁর ভাইয়ের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। গভীর রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাইকের আগুন জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। আগুন দেখে ঘুম থেকে উঠে তড়িঘড়ি আগুন নেভাতে শুরু করেন। প্রতিবেশীরাও জল ঢেলে আগুন নেভাতে সাহায্য করেন।

Advertisement

বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেছেন, ‘‘অভিযোগ সঠিক নয়। ওঁকে কেউ শিখিয়েছে, তাই এই কথা বলছেন। কারও বাড়িতে আগুন দেওয়া তৃনমূলের সংস্কৃতি নয়। আর ওঁর যদি কোনও ক্ষতি হয়, আমার কাছে এলে সাহায্য করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement