TMC

TMC: মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজিয়ে মিছিল, বিতর্কে উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলর

মিছিলের অন্যতম উদ্যোক্তা তথা উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন মণ্ডলের অবশ্য বক্তব্য, ‘‘এটা আমাদের পূর্বঘোষিত মিছিল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২২ ২০:০০
Share:

তৃণমূলের এই মিছিল ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র।

মাধ্যমিক পরীক্ষা আগের দিন মাইক বাজিয়ে বিজয়মিছিল করে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর। ওই ঘটনা ঘটেছে উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলর রবিবার বিকেলে ওই বিজয়মিছিল বার করেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
রবিবার বিকেলে উত্তরপাড়ার গলাপোল থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত মিছিল করেন স্থানীয় তৃণমূল নেতারা। স্লোগানের পাশাপাশি মাইকও বাজানো হয় ওই মিছিলে। মাধ্যমিক পরীক্ষার আগে এমন কাণ্ডে বিতর্ক দানা বেঁধেছে। পরীক্ষার আগের দিন এমন মিছিল নিয়ে মুখ খুলেছেন অনেকেই। ইন্দ্রজিৎ দেব নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘বিজয়মিছিল যে কোনও সময় করা যায়। কিন্তু কাল মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে এমনিই পড়াশোনা লাটে উঠেছে। মানুষের রায় নিয়ে যাঁরা জিতছেন তাঁদের আরও দায়িত্বশীল হতে হয়। বিজয়মিছিল আর কিছু দিন পিছিয়ে দিলে মহাভারত অশুদ্ধ হত না।’’

Advertisement

মিছিলের অন্যতম উদ্যোক্তা তথা উত্তরপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন মণ্ডলের অবশ্য বক্তব্য, ‘‘এটা আমাদের পূর্বঘোষিত মিছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা পাড়ায় পাড়ায় মিছিল করছি না। মূল রাস্তা ধরে মাত্র এক কিলোমিটার মিছিল হচ্ছে। শব্দসীমাও ৬৫ ডেসিবেলের মধ্যে রাখা হয়েছে। আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। তারা সফল হোক।’’

তবে তৃণমূলের এই বিজয়মিছিল নিয়ে সমালোচনা করেছে বিজেপি। ওই ওয়ার্ডেরই বিজেপি নেতা পঙ্কজ রায়ের কথায়, ‘‘পুলিশ আমাদের রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য অনুমতি দেয়নি। অথচ বিজয়মিছিলের অনুমতি দিয়েছে। মানুষ দেখুক যে এ রাজ্যে কী চলছে।’’ তৃণমূলের হুগলি জেলার প্রাক্তন সভাপতি দিলীপ যাদবের বক্তব্য, ‘‘একটা নির্দিষ্ট জায়গায় হয়তো বাজনা বাজানো হয়নি। মিছিল পথ পরিক্রমা করতে করতে গিয়েছে। আমি জানি না বিষয়টা। তবে আমরা দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছি যাতে কোথাও বাজনা না বাজানো হয় বা মিছিল না করা হয়। আমি দেখছি বিষয়টি। আমরা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement