Chinsurah book fair

বই বিক্রি ৫০ লাখ টাকা ছাড়াবে, আশা চুঁচুড়া বইমেলা কমিটির

আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে চলেছে ১৬তম চুঁচুড়া বইমেলা। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ২৩:৫২
Share:

চুঁচুড়া বইমেলা। নিজস্ব চিত্র।

গত বছর বই বিক্রি হয়েছিল ৪৯ লক্ষ টাকার। এ বছর ৫০ লাখ অতিক্রম করবে। এমনটাই আশা চুঁচুড়া বইমেলা কমিটির।

Advertisement

বৃহস্পতিবার চুঁচুড়া জ্যোতিষ ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেছেন মেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকি। তিনি বলেন, ‘‘বইয়ের স্টলের সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। লিটিল ম্যাগাজিন ও নামী প্রকাশনা সংস্থা নিয়ে এ বছর মেলায় থাকছে ১২০টি স্টল। স্বাভাবিক কারণেই এ বছর বইয়ের বিক্রি গত সব বছরের তুলনায় বাড়বে কয়েক গুণ।’’

আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে চলেছে ১৬তম চুঁচুড়া বইমেলা। মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। গোপাল জানিয়েছেন, এ বছর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ঠ সহিতিক উল্লাস মল্লিক। থাকবেন বিশিষ্ট সাহিত্যিক বিনোদ ঘোষাল। এ বছর প্রকাশনা সংস্থা, লিটিল ম্যাগাজিন, স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ নানান বাণিজ্যিক স্টল থাকছে মেলায়। এ বছর মেলায় থাকছে সদ্যপ্রয়াত কবি অরুণকুমার চক্রবর্তী স্মরণে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন এবং মেলার আর্ট গ্যালারি হচ্ছে মৌ রায়চৌধুরীর স্মরণে। একই সঙ্গে প্রতিদিনের আলোচনাসভা অনুষ্ঠিত হবে প্রয়াত সাহিত্যিক সমরেশ বসু শতবর্ষ সভাঘরে। মেলার উদ্বোধনী মঞ্চ থেকে ৬২ জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে।

Advertisement

বাংলা বইয়ের বিক্রি বৃদ্ধিতে বইমেলা কর্তৃপক্ষের তরফে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেলা চলাকালীন প্রত্যেক দিন প্রথম ১০ জন বাংলা বইয়ের ক্রেতাকে পাঁচশ টাকার বই কিনলে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মেলা কর্তৃপক্ষের তরফে। পাশাপাশি মেলার সভাঘরে চলবে নানান বিষয় নিয়ে আলোচনা। বসবে স্বরচিত কবিতা এবং গল্পপাঠের আসর। মেলার চলাকালীন প্রতিদিন মেলার মূল মঞ্চে থাকবে আমন্ত্রিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলায় মূলমঞ্চটি হবে চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement