পুলিশের হাতে পাকড়াও ওই যুবক। —নিজস্ব চিত্র।
আদালতে নিয়ে যাওয়ার সময় আরপিএফ-এর হাত ছাড়িয়ে ছুট কয়েদির। তার জেরে কার্যত তুলকালাম অবস্থা হাওড়ায়। তবে খুব চোখের বাইরে মিলিয়ে যাওয়ার আগেই যদিও তাঁর নাগাল মেলে। তবে গোটা ঘটনায় আরপিএফ-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে।
মঙ্গলবার দুপুরের ঘটনা। চুরির অভিযোগ ধৃত ওই যুবককে হাওড়া আদালতে তোলার কথা ছিল। সেই মতো তাঁকে নিয়ে রওনা দেয় আরপিএফ। কিন্তু আদালত চত্বরে পৌঁছতেই আচমকা হাত ছাড়িয়ে ছুট লাগান ওই যুবক। তাঁকে ধরতে ব্যস্ত রাস্তায় গাড়ি-বাস পাশ কাটিয়ে দৌড় লাগায়নআরপিএফ জওয়ানরা। কিন্তু ১ কিলোমিটার গিয়ে চলন্ত একটি বাসে উঠে পড়েন ওই যুবক। পরে যদিও ওই বাস থেকেই তাঁকে পাকড়াও করা হয়।
যুবককে পাকড়াও করে দুপুরেই আদালতে তোলা হয়। তবে গোটা ঘটনায় প্রশ্নের মুখে ওই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানদের ভূমিকা। বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চপদস্থ আধিকারিকরা।