বলাগড়ের বাড়ুইপাড়ার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই বিদ্যুৎ নেই। নিজস্ব চিত্র।
ভবন আছে, অথচ বিদ্যুৎসংযোগ নেই বলাগড় ব্লকের শ্রীপুর-বলাগড় পঞ্চায়েতের বাড়ুইপাড়ার পাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ফলে সেখানে গরমে পড়ুয়ারা আসে না বলে অভিযোগ কর্মীদের। ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের দাবি জানিয়ে পঞ্চায়েত প্রধান ও ব্লকের শিশু উন্নয়ন প্রকল্পের কর্তাকে লিখিত চিঠি দেওয়া হলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ কেন্দ্রের কর্মীদের।
এলাকাবাসী জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নিজস্ব ভবন বহু দিন বেহাল পড়েছিল। বছর দু’য়েক আগে বলাগড় পঞ্চায়েত সমিতির তরফে সেটি সারানো হয়। অভিভাবকদের অভিযোগ, “গরমে ওই ঘরে ছোটরা থাকতে পারে না। কারণ, বিদ্যুৎ নেই। ওখানে গেলে শরীর খারাপ হয়ে যায় ছেলেমেয়েদের। তাই পাঠাই না।’’
ওই কেন্দ্রের শিক্ষিকা করুণা হাজরা জানান, “ছ’মাস থেকে ৬ বছরের ২৮ জন, প্রসূতি ও গর্ভবতী ১০ জন এই কেন্দ্রের উপভোক্তা। কেউই এখানে বসতে চায় না। খাবার নিয়ে চলে যায়। পঞ্চায়েতের সভায় প্রধানকে সমস্যাটি জানিয়েছি। কাজের কাজ কিছুই হয়নি।’’
স্থানীয় পঞ্চায়েত সদস্য সুরুই টুডুর দাবি, ‘‘মাস সাতেক আগে পঞ্চায়েতে লিখিত জানিয়েছি। বিদ্যুৎসংযোগ হল কই!” প্রশাসনের আর এক কর্তা বলনে, ‘‘অনেক সকালে ওই কেন্দ্র চলে। গরম কষ্ট হওয়ার কথা নয়। তবে অধিকাংশ কেন্দ্রে পঞ্চায়েতের তরফে বা শিক্ষকেরা বিল মেটান। বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে।’’
ব্লকের শিশুউন্নয়ন প্রকল্পের কর্তা কিংশুক ঘোষও বলেন, ‘‘বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আলাদা কোনও ফান্ড নেই। দফতর এই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে।” তবে শ্রীপুর-বলাগড় পঞ্চায়েতের প্রধান নবীন গঙ্গোপাধ্যায়ের দাবি, ‘‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎসংযোগ দেওয়ার দায়িত্ব পঞ্চায়েতের নয়।”