Road Construction

দরপত্রের পরেও শুরু হয়নি রাস্তা, ক্ষোভ

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বিঘাটি পঞ্চায়েতের ৮ নম্বর সংসদ এলাকায় গার্ডওয়াল-সহ প্রায় ১০০ মিটার ঢালাই রাস্তার অনুমোদন দেওয়া হয় গত মার্চ মাসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ০৯:৪৪
Share:

বিঘাটির পালাড়ার এই রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ। নিজস্ব চিত্র।

২০২৩-২৪ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ করা অনুদানে বিঘাটি পঞ্চায়েতের পালাড়া সংসদে রাস্তা তৈরির দরপত্র হয়েছিল। কিন্তু তারপরেও কাজ আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি সদস্য।

Advertisement

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ঠিকাদার সংস্থাই কাজ করতে চায়নি। পাশাপাশি, পঞ্চায়েতের তরফে নতুন করে দরপত্র আহ্বান করে ওই রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হয়েছে।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বিঘাটি পঞ্চায়েতের ৮ নম্বর সংসদ এলাকায় গার্ডওয়াল-সহ প্রায় ১০০ মিটার ঢালাই রাস্তার অনুমোদন দেওয়া হয় গত মার্চ মাসে। দীর্ঘদিন ধরে ওই রাস্তার দাবি ছিল এলাকাবাসীর। এই রাস্তা পাকা হলে প্রায় ১২টি পরিবার সহ এই গ্রামের বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে। স্থানীয় বিজেপির সদস্য সহদেব ঘোষ জানান, পঞ্চায়েতের তরফে কাজের অনুমতিপত্র হাতে পাওয়ার পর ঠিকাদার সংস্থার সঙ্গে একাধিক বার যোগাযোগ করে কাজের জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ঠিকাদার সংস্থা কর্ণপাত করেনি। তাঁর অভিযোগ, ‘‘প্রতিহিংসার রাজনীতি করার জন্য তৃণমূল ইচ্ছাকৃত ভাবে ওই কাজ করতে দেয়নি।’’

Advertisement

অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি অশোক চৌধুরী জানান, ঠিকাদার সংস্থা তার আর্থিক সমস্যার কারণে এই কাজ শুরু করতে পারেনি। তিনি বলেন, ‘‘ওই সংস্থা জানিয়েছে, শীঘ্রই কাজ শুরু করা হবে। এলাকাবাসীকে দুর্ভোগের মধ্যে ফেলার কোনও উদ্দেশ্য তৃণমূল কর্মীদের নেই।’’

একই সুর ঠিকাদার সংস্থার তরফে শঙ্কর সিংহের গলাতেও। তিনি বলেন, ‘‘আর্থিক সমস্যা থাকায় কাজগুলো করতে পারিনি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই কাজ শুরু করব।’’

তবে পঞ্চায়েতের তৃণমূল প্রধান শিখা ঘোষ বলেন, ‘‘কাজের বরাত পাওয়ার ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নিয়ম। ওই রাস্তার কাজের ক্ষেত্রে সেই সময় পেরিয়ে গিয়েছে। ফলে ফলে ফের দরপত্র ডেকে ওই রাস্তার কাজ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement