Uluberia

শীঘ্রই গ্রামীণ হাওড়াতেও তৃণমূল ভাঙবে, দাবি রাজীবের

গ্রামীণ হাওড়ায় মোট আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে সাতটি তৃণমূলের দখলে এবং একটি আসন কংগ্রেসের দখলে রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৩
Share:

—ফাইল চিত্র

হাওড়া সদরে তৃণমূলের ঘরে বড় ধরনের ভাঙন হলেও গ্রামীণ এলাকায় এখনও তা দেখা যায়নি। কোনও ওজনদার নেতা বা কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেননি। তবে অচিরেই গ্রামীণ হাওড়াতেও তৃণমূল ভাঙবে বলে দাবি করলেন প্রাক্তন বনমন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।সোমবার উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির জেলা (গ্রামীণ) কার্যালয়ে দলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করতে আসেন রাজীব। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘ভাঙনের হাত থেকে গ্রামীণ তৃণমূল রেহাই পাবে না। কয়েক দিনের মধ্যেই সকলে তা দেখতে পাবেন।’’ রাজীবের দাবি নস্যাৎ করে দিয়েছেন জেলা (গ্রামীণ) তৃণমূল সভাপতি পুলক রায়। তাঁর পাল্টা দাবি, ‘‘গ্রামীণ এলাকায় তৃণমূল নেতারা ঐক্যবদ্ধ। দল ভাঙার কোনও সম্ভাবনা নেই।’'

Advertisement


গ্রামীণ হাওড়ায় মোট আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে সাতটি তৃণমূলের দখলে এবং একটি আসন কংগ্রেসের দখলে রয়েছে। রাজীব জানান, ওই আটটি আসনই দখল করার জন্য বিজেপি ঝাঁপাবে। তৃণমূল নেতৃত্ব তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং কুৎসায় নেমেছে, এই অভিযোগ তুলে প্রাক্তন বনমন্ত্রী বলেন, ‘‘পাল্টা কোনও কুৎসা করব না। এ কথা ঠিক, রাজ্যে অনেক কাজ হয়েছে। আরও কাজ বাকি রয়েছে। বেকারদের কাজ দিতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement