নিজস্ব চিত্র
বর্ষা বিদায় নিয়েছে। তার পরেও জল যন্ত্রণায় ভুগছেন শ্রীরামপুর রায়ল্যান্ড রোড নন্দী মাঠ এলাকার বাসিন্দারা। বৃষ্টি নেই তবু রাস্তা ভরে আছে জলে। জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে রোজ। জমা জলে ডেঙ্গির মশার লার্ভা জন্মানোয় আতঙ্ক ছড়াচ্ছে প্রতি দিন। এ বার এ বিষয়ে পুরপ্রশাসকের বাড়িতে গিয়ে অভিযোগ জানালেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে জমা জলের জন্য ভুগতে হচ্ছে। মশা-মাছির উৎপাত হচ্ছে। রোজই মারণ রোগ ছড়ানোর আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। কোনও নিকাশি ব্যবস্থা নেই। জল একই রকম ভাবে জমে আছে। বাড়িতেও জল। পুরসভার আধিকারিকদের বার বার জানানো হয়েছে, তবে ফল মেলেনি।
শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে বলেন, ‘গলাপোলের জল পাম্প করে তুলে দেওয়া হয়েছে। নন্দীমাঠের নিচু এলাকায় জল জমে আছে বলে ওখানকার বাসিন্দারা অভিযোগ করছেন। আমরা তিন-চার দিন সময় চেয়েছি। দ্রুত সব ঠিক করে দেওয়া হবে। এই সময়ের মধ্যে মশার লার্ভা জন্মাতে পারে। তবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। স্প্রে করা চলছে। নন্দীমাঠ এলাকায় কোনও ডেঙ্গি রোগী নেই।’’