TET

Primary TET: প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক অনেকে

২০১৪ সাল প্রাথমিক টেট পাশ করার পরও মেলেনি চাকরি। তাই চাকরির দাবিতে বুধবার নবান্ন অভিযানের চাকরিপ্রার্থীদের একটি সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ০০:৩৫
Share:

আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।

২০১৪ সাল প্রাথমিক টেট পাশ করার পরও মেলেনি চাকরি। তাই চাকরির দাবিতে বুধবার নবান্ন অভিযানের ডাক দেয় চাকরিপ্রার্থীদের ‘একতা মঞ্চ’। তাঁদের সেই নবান্ন অভিযানকে ঘিরে তুলকালাম কাণ্ড হল নবান্ন বাসস্ট্যান্ডে। আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি হয়। বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।বুধবার এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই হাওড়ার বেশ কয়েকটি জায়গায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীরা যাতে নবান্নের সামনে যেতে না পারেন তার জন্য সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, এবং কাজিপাড়া স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু তাঁরা পুলিশের নজরদারি এড়িয়ে নবান্ন লাগোয়া বাসস্ট্যান্ডে চলে আসেন। সেখানে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, এর পরই তাঁদের টেনে হিঁচড়ে আটক করতে শুরু করে পুলিশ। আটক করে তাঁদের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদ থেকে আসা এক আন্দোলনকারী শেখ কামাল বলেন, ‘‘ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। আমরা দিশাহীন। তাই এবার পথে নেমেছি। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে যাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement