নিজস্ব চিত্র।
বিহারে ৫টি খুনে অভিযুক্তকে ধরতে গিয়ে জখম হল পড়শি রাজ্যের পুলিশ। বিহার এসটিএফের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে ওই খুনে অভিযুক্ত হামলা চালালেও শেষরক্ষা হয়নি। অবশেষে হাওড়া ট্র্যাফিক গার্ডের হাতেই ধরা পড়ল বিহারের ‘কুখ্যাত অপরাধী’ নবীনকুমার ঝা (২৬)।
বৃহস্পতিবার কোনা এক্সপ্রেসওয়ের উপর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনকে ধরতে গেলে পড়শি রাজ্যের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। পুলিশের কাছে বন্দুক ছিনিয়ে গুলি চালানোরও চেষ্টা করেন নবীন। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে এক পুলিশকর্মী নবীনের গায়ে ঝাঁপিয়ে পড়েন। তাতেই ওই পুলিশকর্মী জখম হন। তত ক্ষণে ঘটনাস্থলে চলে এসে নবীনকে ধরে ফেলেন হাওড়া ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মী।
পুলিশ সূত্রেই খবর, ২০২১ সালে বিহারে একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোল জেরে খুন হন পাঁচ জন। ওই ঘটনায় বেশ কয়েক জন গ্রেফতারও হন। কিন্তু মূল অভিযুক্ত বিহারের মধুবনীর বাসিন্দা নবীন পলাতক ছিলেন। তাঁকে ধরতেই হাওড়ায় এসেছিল বিহারের এসটিএফ।