কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ। নিজস্ব চিত্র।
হুগলির পোলবায় অক্সিজেন রিফিল কারখানায় সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক শ্রমিকের। আরও দু’জন ভর্তি চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কী ভাবে সিলিন্ডার ফাটল তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে কারখানায় অক্সিজেন রিফিল করার কাজ চলছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে একটি সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় কারখানার চাল। লোহার টুকরো ছিটকে হাত ভাঙে এক শ্রমিকের। সিলিন্ডারের ভাঙা অংশ পেটে লেগে ছিটকে পড়েন এক জন। শ্রমিকদের উদ্ধার করে ইমামবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কালীপদ মালিক নামে বছর ৩৫-এর এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মুরাদ আলি, সন্তু থাপা এবং রাজা ঘোষ নামে তিন শ্রমিকের চিকিৎসা চলছে। বিকাশ মণ্ডল ও ভৈরব দাসকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে যান পোলবা থানার আধিকারিক বাপি হালদার। হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘অক্সিজেন রিফিল করার সময় দুর্ঘটনা ঘটেছে। এক জনের মৃত্যু হয়েছে। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ, তা ফরেন্সিক তদন্তের পর জানা যাবে।’’