abas yojana

খাসা বাড়ি তবুও আবাসের তালিকায় নাম প্রধানের বাড়ির ছ’জনের! রাগে ফুঁসছে গোঘাটের গ্রাম

পঞ্চায়েত প্রধান মেনকা মালিক বলেন, ‘‘আবাস যোজনা প্রকল্পে কাউকে বাড়ি দেওয়ার ক্ষমতা আমার নেই। থাকলে কেউ বঞ্চিত হতেন না।’’ যদিও বিজেপির দাবি, সবই তৃণমূলের দুর্নীতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৯:১২
Share:

গোঘাটের গ্রামে প্রধানের বাড়ির ছ’জনের নাম আবাস তালিকায়। — নিজস্ব চিত্র।

আবাস যোজনা প্রকল্পে নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের পরিবারের ৬ জনের। অথচ গ্রামের একাধিক উপযুক্ত উপভোক্তার নাম নেই। তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ বিজেপির। প্রধানের দাবি, সমীক্ষা অনুযায়ী তাঁর পরিবার পেয়েছে, কাউকে আবাস দেওয়ার ক্ষমতা তাঁর নেই। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতে।

Advertisement

প্রধানের পরিবারের ছ’জনের নাম আবাস তালিকায় জ্বলজ্বল করতে দেখে ক্ষোভ দানা বেঁধেছে গ্রামে। স্থানীয়দের অভিযোগ, আবাসের জন্য গ্রামে একাধিক উপযুক্ত উপভোক্তা রয়েছেন। তবুও তাঁরা বঞ্চিত। কিন্তু নাম উঠে গিয়েছে প্রধানের বাড়ির লোকেদের। যদিও বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিক বলেন, ‘‘যাঁরা সমীক্ষা করেছেন তাঁদের দেখে মনে হয়েছে আমাদের পরিবার পাওয়ার উপযুক্ত। তাই দেওয়া হয়েছে। কাউকে আবাস দেওয়া বা না দেওয়া আমার হাতে নেই। যদি থাকত তা হলে সবার নামই উঠত।’’ তাঁর দাবি, বেঙ্গাই পঞ্চায়েতের ১,০১৪ জনের মধ্যে ৯৪০ জনের নাম এসেছে আবাস তালিকায়।

গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ‘‘আমরা তো বার বার বলছি যে আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের প্রধান মেনকা মালিকের পরিবার কোনও ভাবেই যোগ্য না হওয়া সত্ত্বেও ছ’জন পেয়ে গিয়েছেন। অথচ গরিব মানুষ ঘর পাচ্ছেন না। আজ সকলের সামনেই পরিষ্কার, তৃণমূলের উপর থেকে তলার নেতারা দূর্নীতিতে ডুবে আছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement