R G Kar Hospital Incident

পড়ুয়াদের নিয়ে মিছিল কেন, স্কুলে চড়াও প্রধান

পঞ্চায়েত প্রধান আবুল কালাম অবশ্য শাসানির অভিযোগ মানেননি। তবে, বিদ্যালয়ে যাওয়ার কথা তিনি স্বীকার করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১০:০৩
Share:

চণ্ডীতলার কুমিরমোড়ায় স্কুলের ছাত্রছাত্রীদের মিছিল। ছবি: দীপঙ্কর দে।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি পথে নামছেন ছাত্রছাত্রীরাও। এই পরিস্থিতিতে হুগলি জেলার একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন হওয়ায় সেখানে দলবল নিয়ে চড়াও হয়ে শিক্ষক-শিক্ষিকাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতার বিরুদ্ধে।

Advertisement

বুধবার বিকেলে চণ্ডীতলা ১ ব্লকের কুমিরমোড়া পঞ্চায়েতের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনায় শোরগোল পড়ে যায়। শিক্ষক-শিক্ষিকারা শঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি তাঁরা থানায় জানান। পুলিশ আসে। শেষ পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা মিছিল করেননি। তবে, প্রতিবাদ থেমে থাকেনি। প্রাক্তনীদের উদ্যোগে মিছিল হয়। বিকেল ৪টে নাগাদ মিছিল শুরু হয় বিদ্যালয়ের সামনে থেকে। বিভিন্ন রাস্তা ঘুরে বিদ্যালয়ের সামনে এসেই তা শেষ হয়। বর্তমান পড়ুয়ারাও মিছিলে যোগ দেয়। মিছিলে নিরাপত্তা দেয় পুলিশ।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে গায়ের জোরে গণ-আন্দোলন ভেস্তে দেওয়ার অপচেষ্টার অভিযোগ তুলছেন বিরোধীরা। পঞ্চায়েত প্রধান আবুল কালাম অবশ্য শাসানির অভিযোগ মানেননি। তবে, বিদ্যালয়ে যাওয়ার কথা তিনি স্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ‘‘স্কুলে গিয়েছিলাম। শিক্ষক-শিক্ষিকাদের কোনও হুমকি দেওয়া হয়নি। বলা হয়েছিল, স্কুলের বাচ্চাদের যেন মিছিলে না নিয়ে যাওয়া হয়।’’

Advertisement

বিদ্যালয় সূত্রে অবশ্য খবর, ছাত্রছাত্রীদের কথাতেই স্কুল ছুটির পরে মিছিলের আয়োজন করা হয়েছিল। ছাত্রছাত্রীদের নিয়ে কেন মিছিল করা হবে, এই প্রশ্ন তুলেই বিকেল ৩টে নাগাদ বিদ্যালয়ে আসেন প্রধান। এক শিক্ষক বলেন, ‘‘স্কুলে ঢুকে গালিগালাজ করা হয়। প্রাণে
মারার হুমকি দেওয়া হয়। সিসিটিভি ফুটেজেই সব ধরা আছে। ছাত্রছাত্রীদের আবেগ দেখে মিছিল ঠিক করা হয়েছিল।’’ পুলিশ জানিয়েছে, থানায় কোনও অভিযোগ হয়নি।
ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল হয়েছে। মিছিলে পুলিশ ছিল।

বিষয়টি নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলছেন বিরোধীরা। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক বলেন, ‘‘সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ করছেন। তৃণমূল যদি আর জি করের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি চায়, প্রধানকে পদ থেকে সরিয়ে দেখাক। শিক্ষক-শিক্ষিকাদের নানা বিষয়ে ভয় থাকতে পারে, ছাত্রছাত্রীদের নেই। তাই তারা মিছিল করেছে।’’ সিপিএম নেতা আজিম আলির প্রতিক্রিয়া, ‘‘শাসক দল ভাবছে এই প্রতিবাদ তাদের বিরুদ্ধে। তাই স্কুলে গিয়ে মিছিল
বন্ধের চেষ্টা করেছে। কিন্তু ছাত্রছাত্রীরা মিছিল করেছে। তৃণমূল সমর্থকদের বাড়ির অনেক ছাত্রছাত্রীও তাতে শামিল হয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement