Arambagh

নির্বাহী সহায়কদের তালিকায় নাম অয়নের, বিতর্ক

গত ২১ মার্চ হুগলির বিভিন্ন পঞ্চায়েতের নির্বাহী সহায়কদের পদমর্যাদা সংক্রান্ত তালিকা প্রকাশ করে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

Advertisement

পীযূষ নন্দী

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৯:২৬
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রাথমিকে এবং পুর নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযোগে প্রায় দু’বছর তিনি হাজতে। তবু হুগলিতে পঞ্চায়েতের নির্বাহী সহায়ক (এগ্‌জ়িকিটিভ অ্যাসিস্ট্যান্ট) পদমর্যাদার তালিকায় বলাগড় ব্লকের ডুমুরদহ-নিত্যানন্দপুর ১ পঞ্চায়েতে অয়ন শীলের নাম রয়ে গেল। এ নিয়ে তাঁর সহকর্মীরাই প্রশ্ন তুলেছেন।

Advertisement

গত ২১ মার্চ হুগলির বিভিন্ন পঞ্চায়েতের নির্বাহী সহায়কদের পদমর্যাদা সংক্রান্ত তালিকা প্রকাশ করে জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। ২০২৪ সালের পয়লা জানুয়ারির অবস্থান অনুযায়ী তৈরি সেই তালিকায় অয়নের নাম রয়েছে ৩ নম্বরে। তাঁর সহকর্মীদের প্রশ্ন, তা হলে কি অয়নের বিরুদ্ধে পঞ্চায়েত আইন অনুযায়ী শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি? না নিলে, কেন?

এর উত্তর জেলা প্রশাসনের তরফে পাওয়া যায়নি। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘এর পদ্ধতি হল চূড়ান্ত তালিকার আগে একটি খসড়া তালিকা তৈরি করে প্রকাশ করা হয়। তাতে বিচারাধীন কর্মীদেরও নাম থাকতে পারে। সেখানে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে বা তাঁকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়ে থাকলে তা দেখে পদক্ষেপ করা হয়। তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। এ ক্ষেত্রে চূড়ান্ত তালিকাতেও কেন ওই নাম থেকে গিয়েছে, দেখা হবে।’’

Advertisement

জেলার ২০৭টি পঞ্চায়েতের মধ্যে ১২৯টি পঞ্চায়েতে ওই কর্মী আছেন বলে তালিকায় দেখানো হয়েছে। উল্লেখ রয়েছে, অয়নের জন্ম ১৯৭১ সালের ৮ নভেম্বর। বি কম পাশ। চাকরিতে যোগ দেন ২০০৬ সালের ১৯ জানুয়ারি। নির্বাহী সহায়ক পদে উন্নীত হন ২০০৬ সালের ১৯ জানুয়ারি। ডুমুরদহ নিত্যানন্দপুর ১ পঞ্চায়েতে যোগ দেন ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement