সারেঙ্গার জনসভায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। —নিজস্ব চিত্র।
সাঁকরাইলের সারেঙ্গা এবং মানিকপুর পঞ্চায়েতে দ্রুত পুনর্নির্বাচনের দাবি তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সারেঙ্গা বাজারে এক জনসভায় এসে তিনি বলেন, ‘‘পুনর্নির্বাচন হলে ওই পঞ্চায়েতগুলির ফল অন্য রকমও হতে পারে।’’
সারেঙ্গা পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে ৬টিতে পুনরায় নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। বাকি ১৮টি আসনের মধ্যে বাম-আইএসএফ জোট দখল করেছে ৭টি। বিজেপির দখলে আছে ৬টি এবং তৃণমূলের দখলে রয়েছে ৫টি আসন। ৬টি আসন পেয়েও ওই পঞ্চায়েত বিজেপি কী করে দখল করল, সেই প্রশ্ন তোলেন সেলিম। ইঙ্গিত দেন বিজেপি-তৃণমূল আঁতাঁতের। এছাড়া মানিকপুর পঞ্চায়েতের ৯টি আসনে কেন এখনও পুনর্নির্বাচন হল না, সেই প্রশ্ন তোলেন তিনি।
এ দিনের জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে সেলিম বলেন, ‘‘বিজেপি চায় না দেশের সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন হোক। আর তাই বিজেপি সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের সব সময় ভাগ করে রেখে দিতে চায়।’’ রাজ্যের তৃণমূল সরকারের সমালোচনায় সেলিম বলেন, ‘‘তৃণমূল যে ভাবে দুর্নীতি করছে, এর বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করতে হবে।’’
সারেঙ্গা পঞ্চায়েতে বিজেপি-তৃণমূলের আঁতাঁতের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির জেলা সদর সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য বলেন, ‘‘বোর্ড গঠনের সময় ভোটভুটিতে সারেঙ্গায় ক্ষমতা পেয়েছে বিজেপি।।’’ এই প্রসঙ্গে সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল বলেন, ‘‘গোপন ব্যালটে ভোট হয়েছে। কে কাকে ভোট দিয়েছেন, তা জানা সম্ভব নয়। সেখানে কে যে বিজেপির পক্ষ নিয়েছেন, বলতে পারব না।’’