Death By Electrocution

টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পেশায় ভ্যানচালক রোহন তাঁর ভাইয়ের টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। শব্দ পেয়ে তাঁর মা ডাকাডাকি করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ২৩:২৫
Share:

—প্রতীকী চিত্র।

টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। হুগলির চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মল্লিক কাসিম হাট এলাকার ঘটনা। মৃত যুবকের নাম রোহন পাসোয়ান। বয়স ২৪ বছর।

Advertisement

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পেশায় ভ্যানচালক রোহন তাঁর ভাইয়ের টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। শব্দ পেয়ে তাঁর মা ডাকাডাকি করেন। তড়িঘড়ি স্থানীয়েরা তাঁকে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। পরে তাঁর মৃত্যু হয়। যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হয় ইমামবাড়া হাসপাতালে।

মৃত যুবকের কাকা বৈদ্যনাথ পাসোয়ান জানান, রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। রোহন ইঞ্জিন ভ্যান চালাতেন। তাঁর ভাই টোটো চালাতেন। আগে কোনও দিন টোটোর ব্যাটারি চার্জ দেননি। তারে কোথাও পাঞ্চ ছিল। সেখান থেকেই শক লাগে। ছিটকে ফেলে দেয়। হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। তখনও শ্বাস চলছিল। কিছু ক্ষণ পর চিকিৎসক জানান, আর বেঁচে নেই রোহন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement