‘বেনোজল’দের বিজেপি ছাড়ার পরামর্শ লকেটের ফাইল চিত্র।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। তার মধ্যে এমন অনেকে রয়েছেন যাঁরা বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন। যাঁরা লাভের জন্য বিজেপি-তে গিয়েছিলেন তাঁরা যত তাড়াতাড়ি দল ছাড়বেন ততই দলের মঙ্গল— এমনটাই মনে করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
বুধবার চুঁচুড়ার জোড়াঘাটে তর্পণ করেন লকেট। তর্পণ সেরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‘বিধানসভায় আমরা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছি। বিধায়কের সংখ্যা তিন থেকে ৭৭-এ পৌঁছেছে। এটা তো আমাদের সাফল্য। আমরা মহিলাদের অধিকার নিয়ে লড়াই করেছি। মানুষ সেটা বুঝতে পেরেছেন। আগামী দিনেও আমরা এই লড়াই করব। তাই যাঁরা শুধুমাত্র লাভের জন্য বিজেপি-তে এসেছিলেন তাঁরা যত তাড়াতাড়ি দল ছাড়বেন ততই মঙ্গল।’’
লখিমপুরের ঘটনা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেন লকেট। তিনি বলেন, ‘‘লখিমপুরে তৃণমূল প্রতিনিধি পাঠাচ্ছে। অথচ ভোট পরবর্তী হিংসায় রাজ্যে বিজেপি-র যে ৫১ জন কর্মী মারা গিয়েছেন তাঁদের বাড়ি যাননি কোনও নেতা। তৃণমূলের এই নাটক মানুষ বুঝতে পারছেন।’’
কিছু দিন আগেই ভবানীপুর উপনির্বাচনের প্রচারে না যাওয়ার জন্য লকেটকে টুইট করে ধন্যবাদ দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার পরেই জল্পনা শুরু হয়, তা হলে কি বাবুল সুপ্রিয়র পরে লকেটও দল বদলাবেন। যদিও লকেট পাল্টা টুইটে কুণালকে ভবানীপুর নিয়ে ভাবতে বলেন। বুধবারও নিজের বক্তব্যে দলে ‘বেনোজল’দের উদ্দেশে কড়া বার্তা দিলেন লকেট।