sand mafia

Sand Smuggle: নদী থেকে বেআইনি ভাবে বালি তোলা ঘিরে উত্তেজনা আরামবাগে, পথ অবরোধ গ্রামবাসীদের

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে নদীর পাড় কেটে লরিতে বালি বোঝাই করে পাচার করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৭:২৯
Share:

বিক্ষোভ স্থানীয়দের। নিজস্ব চিত্র।

নদী থেকে বেআইনি ভাবে বালি তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির আরামবাগে। পথ অবরোধ করেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ

Advertisement

ঘটনাটি ঘটেছে আরামবাগের দারকেশ্বর নদী সংলগ্ন চাদুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে নদীর পাড় কেটে লরিতে বালি বোঝাই করে পাচার করা হচ্ছে। এ ছাড়া লরি গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাপক ধুলো উড়ে ঘরবাড়ি ধুলোয় ভরে যাচ্ছে। ক্ষতি হচ্ছে রাস্তারও। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ভোগেন গ্রামবাসীরা।

পুলিশ ও প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে আরামবাগ-বর্ধমান রোডে চাদুর এলাকায় প্রায় ঘণ্টাখানেক পথ অবরোধ করে রাখেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। পুলিশ প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement