Bally Station

ব্রিগেডে এসে নিখোঁজ বামকর্মীর খোঁজ মিলল বালি স্টেশনে

১ মার্চ বামেদের ব্রিগেডে এসে আর বাড়ি ফেরেননি দীপক। খোঁজ না পেয়ে তাঁর পরিবার এবং সেখানকার বামকর্মীরা অভিযোগ জানান পুলিশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ১২:৪৩
Share:

হারিয়ে যাওয়া বামকর্মী দীপক পাঁজা। নিজস্ব চিত্র।

বামেদের নবান্ন অভিযানে এসেছিলেন পাঁশকুড়ার দীপক পাঁজা। তার পর থেকেই এই বামকর্মীর খোঁজ পাচ্ছিলেন না তাঁর পরিবারের লোকেরা। প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল তাঁর। শুক্রবার বালি স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে। আপাতত তাঁকে রাখা হয়েছে হাওড়া জেলা সিপিএম-এর দলীয় কার্যালয়ে।

Advertisement

১ মার্চ বামেদের ব্রিগেডে এসে আর বাড়ি ফেরেননি দীপক। খোঁজ না পেয়ে তাঁর পরিবার এবং সেখানকার বামকর্মীরা অভিযোগ জানান পুলিশে। বিষয়টি নিয়ে তৎপর হয়েছিল পুলিশও। তাঁরা কলকাতা সংলগ্ন বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। কিন্তু খোঁজ মেলেনি দীপকের। এর পর রাজ্যের বিভিন্ন এলাকায় নিখোঁজ দীপকের পোস্টার লাগানো হয়।

শুক্রবার বালি স্টেশনে সব্জি বিক্রির সময় এক বামকর্মী দীপককে দেখে চিনতে পারেন। তিনিই দলীয় কর্মীদের খবর দিয়ে তাঁকে উদ্ধার করেন। সে সময় দীপক বিভ্রান্ত অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে, তাঁর মানসিক অবস্থা এতটাই সঙ্কটজনক অবস্থায় ছিল যে তিনি প্রশ্নের উত্তর দিতে পারেননি। এর পর প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁকে রাখা হয় হাওড়া জেলা সিপিএম-এর দলীয় কার্যালয়ে। হাওড়া জেলা সিপিএম-এর সম্পাদক বিপ্লব মজুমদার জানিয়েছেন, দলীয় কার্যালয়ে দীপককে রাখা হয়েছে। শনিবার তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করা হবে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বামেদের ব্রিগেডের দিন ট্রেনে করে বালি স্টেশনে এসে পৌঁছন দীপক। কিন্তু পুলিশের কঠোর নজরদারিতে তিনি হকচকিয়ে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement