Agitation

আইনজীবীর উপর হামলার প্রতিবাদে হাওড়া আদালতে বিক্ষোভ, পুলিশের জালে এক দুষ্কৃতী

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় হর্ষপ্রতাপ সিংহ নামে এক জন আইনজীবী সালকিয়ার ধর্মতলা এলাকায় নিজের দফতরে যাওয়ার সময় আক্রান্ত হন। সেই ঘটনার প্রতিবাদে চলে বিক্ষোভ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ১৭:২৫
Share:

আদালতে আইনজীবীদের বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

আইনজীবীর ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখালেন হাওড়া আদালতের আইনজীবীদের একাংশ। আইনজীবীরা হাওড়া কোর্টের লক আপ গেটে তালা ঝুলিয়ে দেন। তাঁরা দোষীদের গ্রেফতারের দাবি তোলেন। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় হর্ষপ্রতাপ সিংহ নামে এক জন আইনজীবী সালকিয়ার ধর্মতলা এলাকায় নিজের দফতরে যাওয়ার সময় আক্রান্ত হন। কয়েক জন বাইক আরোহী দুষ্কৃতী তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই দুষ্কৃতীরা পুলিশের সামনে তাঁকে মারধর করে বলেও অভিযোগ। জখম ওই আইনজীবী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি। হর্ষপ্রতাপের দাবি, তাঁকে মারধর করা হয় কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্য আইনজীবীরা বৃহস্পতিবার রাতে মালিপাঁচঘড়া থানায় বিক্ষোভ দেখান। শুক্রবার সকালে হাওড়া আদালতে আইনজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা হাওড়া আদালতের লক আপের গেটে তালা লাগিয়ে দেন। ফলে কোনও বিচারাধীন বন্দিকে লক আপে ঢোকানো যায়নি। তাঁরা রাস্তায় পুলিশ ভ্যানেই ছিলেন। এর ফলে হাওড়া আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট)-এর এজলাসের কাজকর্ম ব্যাহত হয়।

পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত আইনজীবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement