Howrah

ভরা কটাল, টানা বৃষ্টিতে উলুবেড়িয়ার কালীনগর এলাকায় ধস, বসে গেল ৬টি দোকান

ভরা কটালে গঙ্গার জল উপচে রাস্তায় চলে আসে। জল নামার পর রাস্তায় ফাটল দেখা যায়। বুধবার ফাটল বেড়ে গিয়ে কমপক্ষে ৬টি দোকান বসে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৫:৪৪
Share:

ধসে বসে গিয়েছে দোকান নিজস্ব চিত্র।

বুধবারের রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের একাধিক জেলা। টানা বৃষ্টির জেরে হাওড়ার উলুবেড়িয়ার কালীনগর এলাকায় ধস নেমেছে। গঙ্গা সংলগ্ন চাপা খালের পাশের রাস্তায় ধস নেমে বিপত্তি। ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। ধস নামতেই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

স্থানীয়রা জানিয়েছেন, ভরা কটালে গঙ্গার জল ঢোকে। জল নামার পরই রাস্তায় ফাটল দেখা যায়। বুধবার রাতভর বৃষ্টির জেরে ফাটল বেড়ে গিয়ে কমপক্ষে ৬টি দোকান বসে গিয়েছে।

স্থানীয় বাসিন্দা শেখ নজিবুল জানান, কয়েকজন দোকান মালিক নিজেদের উদ্যোগে রাস্তা সারাই করেছিলেন কয়েকদিন আগে। তবে টানা বৃষ্টি ও খালের জলের চাপে ধসে যায় রাস্তা। ক্ষতিগ্রস্ত দোকানদারদের সরকারি সাহায্য দেওয়ার দাবি জানিয়েছন এলাকার বাসিন্দারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement